দিল্লীতে গিয়ে মুখ ফসকে নিজেই নিজেকে বহিরাগত বললেন মুখ্যমন্ত্রী মমতা, পরে শুধরেও নিলেন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে রীতিমত একটি বড় ইস্যু হয়ে উঠেছিল ‘বহিরাগত’ ইস্যু। পিকের (Prashant Kishor) স্ট্র্যাটিজি অনুযায়ী এই ইস্যুতে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ অন্যান্য বিজেপি নেতাদের এক হাত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও (Mamata Banerjee)। আর এর প্রভাব যে নির্বাচনের ফলাফলে কিছুটা পড়েছে তা বলাই বাহুল্য।

তখনই পাল্টা বিজেপি নেতারা প্রশ্ন তুলেছিলেন, তাহলে দিল্লি বা অন্যান্য জায়গায় কি তৃণমূল কংগ্রেস নেতারাও বহিরাগত? সবমিলিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। কয়েকদিনের দিল্লী সফরে এই মুহূর্তে রাজধানীতেই রয়েছেন মমতা। ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi), আনন্দ শর্মা (Anand Sharma), কমলানাথদের (Kamal Nath) সঙ্গে। সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।

বৈঠক শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই নিজেকে ‘বহিরাগত’ (outsider) বলে বসলেন মমতা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath kovind) সঙ্গে দেখা করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে। আমার করোনা টিকার দুটি ডোজই নেওয়া রয়েছে। কিন্তু তার পরেও আরটিপিসিআর (RTPCR) পরীক্ষার রিপোর্ট চাইছে রাষ্ট্রপতি ভবন। আমি এখানে কোথা থেকে কী ভাবে পরীক্ষা করাবো? আমি তো এখানে বহিরাহত।” যদিও সাথে সাথেই নিজের কথা শুধরে নিয়ে তিনি জানান “না মানে আমার এখানে বাড়িও তো রয়েছে।”

জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম প্রধান বিরোধী মুখ হিসেবে উঠে আসতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকেই মনে করছেন আগামী দিনে বিরোধী ঐক্যের সলতে পাকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। এমতাবস্থায় তার মুখ ফসকে বলা এই কথাটিকে আগামী দিনে বিরোধীরা ইস্যু হিসেবে কাজে লাগায় কিনা, সেটাই এখন দেখার।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর