বাংলা হান্ট ডেস্কঃ নিজে চোখে সরজমিনে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর মঙ্গলবারই কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় ফিরেই বুধবার অর্থাৎ আগামীকাল নবান্নে জরুরী বৈঠক দেখেছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই নবান্ন জুড়ে প্রস্তুতি তুঙ্গে।
মমতার (Mamata Banerjee) নির্দেশ মিলতেই হৈচৈ
সূত্রের খবর আগামীকাল প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে। আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারির ৫ থেকে ৬ তারিখে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হবে পশ্চিমবঙ্গে। এছাড়াও সামনেই রয়েছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই এত বড় মঞ্চ থেকে রাজ্যের শিল্প সম্ভাবনা সকলের সামনে তুলে ধরতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। তাই এই পরিস্থিতিতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
![](https://banglahunt.com/wp-content/uploads/2025/01/bh-isabouttobegin.jpeg)
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করার জন্য মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সবার মধ্যে ভাগ করে দিয়েছেন দায়িত্ব। এবার তারই বিস্তারিত রিপোর্ট নেওয়ার পালা। জানা যাচ্ছে আগামীকালের এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও উপস্থিত থাকবেন অন্যান্য প্রশাসনিক শীর্ষকর্তারা।
মুখ্য সচিবের নেতৃত্বে এই বিষয়ে গত সপ্তাহেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সামনে বিস্তারিত রিপোর্ট পেশ করার পালা। দলনেত্রীর শিলমোহর মিলতেই কাজ শুরু হয়ে যাবে জোরকদমে। রাজ্যে বিনিয়োগ এবং শিল্পোন্নয়নের ক্ষেত্রে শুরু থেকেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জন্য বিদেশ সফরেও গিয়েছেন লগ্নি টানতে।
আরও পড়ুন: দেশজুড়ে ভয় ধরাচ্ছে HMP ভাইরাস! এরই মাঝে বড় সিক্রেট ফাঁস করে শোরগোল ফেললেন মমতা
বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে ডাকা হচ্ছে পশ্চিমবঙ্গ শিল্প নিগমের প্রতিনিধিদেরও। সেখান থেকেও রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। পর্যালোচনা করা হবে শিল্পের উন্নয়ন এবং বিনিয়োগের পরিকাঠামো উন্নয়ন নিয়ে। পরিকল্পনার কাজ কতটা এগিয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করা হবে।
শিল্পের জন্য পশ্চিমবঙ্গকে একটি আদর্শ বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক ডাকার পরেই রাজ্যের প্রশাসনিক কর্তারা ব্যাপক ব্যস্ত হয়ে পড়েন। সূত্রের খবর আগামীকাল এই বৈঠকে পরিবহন পরিকাঠামো, শিল্প এবং বিনিয়োগ নিয়ে সমস্ত তথ্য খুঁটিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে শিল্প সম্মেলনের সঙ্গে যুক্ত সমস্ত বিভাগকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।