পেট্রোপণ্যে কর ছাড়, মুকুব রোড ট্যাক্স! বাজেটে বড়সড় চমক মমতা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে রোজ বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। বিশেষত পেট্রোল এবং ডিজেলের দাম তো এখন আকাশ ছোঁয়া। গত রাতে ফের একবার ৩৯ পয়সা বাড়ার জেরে এই মুহূর্তে লিটারপ্রতি পেট্রোলের দাম কলকাতায় সেঞ্চুরি পেরিয়েছে। আজ নবান্ন থেকে বাজেট ঘোষণা করতে গিয়ে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পেট্রোল পাম্প মালিকরা চাইছিলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই এই পরিস্থিতির মোকাবিলা করুক। এবার সেই কথা মাথায় রেখেই হাত বাড়ালো রাজ্য। বাস মালিকদের কথা মাথায় রেখে, ৩১ ডিসেম্বর পর্যন্ত মুকুব করা হল রোড ট্যাক্স। শুধু তাই নয় পেট্রোলসহ জ্বালানির উপরেও দেওয়া হলো কর ছাড়।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে সমস্যা তৈরি হওয়ায় ১ টাকা কর কমিয়ে নিয়েছিল রাজ্য। যদিও সেভাবে বিরাট কোন উপকার হয়নি জনসাধারণের। কারণ রাজ্য সরকার এক টাকা ছাড় দিলেও পরের দিনই দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। এই নিয়ে গত মে মাসে থেকে পেট্রোলের দাম বাড়লো ৩৬ বার। অন্যদিকে ডিজেলের দাম বাড়ল প্রায় ৩৪ বার। যার জেরে এই মুহূর্তে ১ লিটার পেট্রোলের দাম কলকাতায় ১০২.২৩ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম ৯২.৫০ টাকা।

এ দিন এ বিষয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “সপ্তাহে চার বার করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। নরেন্দ্র মোদি সরকার মানুষের পকেট কাটছে। নিজেদের পকেট ভরছে। বাসে-ট্রেনে চড়বেন কী ভাবে মানুষ? কৃষক চাষ করবেন কীভাবে? “

jayprakash-majumder-attacks-mamata-banerjee

শুধু তাই নয়, এদিন সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় এসে প্রতিবাদ জানান বিধায়ক বেচারাম মান্নাও। সব মিলিয়ে দেখতে গেলে বল এখন কেন্দ্র সরকারের কোর্টে। যদিও কেন্দ্র সরকারের তরফে আগেই জানানো হয়েছে, পেট্রো পণ্যে জিএসটি লাগু করতে দিচ্ছে না রাজ্যসরকার। যার ফলেই হু হু করে দাম বাড়ছে। এখন দুই তরফের তর্কবিতর্কে রোজই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

তবে বাস মালিক এবং সাধারণ মানুষের কথা ভেবে কিছুটা যে এগিয়ে এলেন মমতা তা বলাই বাহুল্য। করোনা পরিস্থিতিতে লোকসান করে বাস চালাতে রাজি হচ্ছিল না বেসরকারি মালিকরা। তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স সম্পূর্ণ মুকুব করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আশা করা যায় এই সিদ্ধান্তে কিছুটা উপকার হবে বাস মালিকদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর