আমন্ত্রণ থাকলেও স্বরার বিয়েতে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? যা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : স্বরা ভাস্করের (Swara Bhaskar) বিয়ে নিয়ে বেশ একটা অন্য আমেজ দেখা যাচ্ছে। বলিউডের সঙ্গে রাজনীতির যেন এক অদ্ভুত মেলবন্ধন ঘটে গেল। ১৬ মার্চ দিল্লিতে ধুমধাম করেই বিয়ের রিসেপশন হয়ে গেল স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের। পরিবার-পরিজন ছাড়াও হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, রাজনীতি এবং বিনোদন জগতের তারকারা। জানা যাচ্ছে, স্বরার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। কিন্তু সেই অনুষ্ঠানে হাজির হননি তিনি।

রাজনীতিতে স্বরা প্রকট রকম মোদি-বিরোধী বলেই পরিচিত। বিভিন্ন সময় তিনি শাসকদলের বিরুদ্ধে নানা বিষয়ে নিয়ে প্রকাশ্যেই আওয়াজ তুলেছেন। সম্প্রতি তাঁকে রাহুল গান্ধীর সঙ্গে ভারতজোড়ো যাত্রায়ও হাঁটতে দেখা যায়। স্বরা এবংফাহাদের বিয়েতে মমতার উপস্থিতি অনেকেই আশা করেছিলেন।কিন্তু নানা ব্যস্ততায় রিসেপশনে যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী।

শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। ওই দিনই সন্ধ্যায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন মমতা। তার এক দিন পরই জেলা বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে ঠিক করেন। রবিবার তাঁর জেলা বৈঠকের শুরুতেই ছিল মুর্শিদাবাদ।

swara

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোনোর পরই মমতা জানান, তৃণমূল কংগ্রেস একাই লড়বে। মমতার সঙ্গে সাক্ষাতের পরই অখিলেশও জানিয়ে দেন, কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক শক্তিগুলিকে নিয়ে তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়তে চান। এত সব কর্মসূচীর মাঝে আর দিল্লিতে স্বরার রিসেপশনে যেতে পারেন নি মমতা। তবে নববিবাহিত দম্পতির উদ্দেশে চিঠি লিখে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা স্বরার মা-বাবাকে লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস ভাস্কর, আপনাদের মেয়ে স্বরার বিয়ের নিমন্ত্রণ পত্র আমি পেয়েছি। স্বরা ও ফাহাদকে তাঁদের জীবনের এমন এক দিনে আমার অনেক শুভেচ্ছা। আমি প্রার্থণা করব ঈশ্বরের কাছে, ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের একরাশ শুভেচ্ছা।’

মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি নিজের টুইটারে শেয়ার করে অভিনেত্রী ধন্যবাদ জানান স্বরা। তিনি লেখেন, ‘আমাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। তবে আপনার অনুপস্থতিতি অনুভব করেছি। আপনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর