জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যাক্তিদের রাস্তায় আটকানো যাবে না: মমতা ব্যানার্জী

ভারতে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে আগে থেকেই আট ঘাট বেঁধে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যে আগামী একুশ দিন লক ডাউন পরিস্থিতি নিয়ে অনেকেই নির্বিকার। আমরা দেখেছি অনেকেই এখন নিয়ম না মেনে রাস্তায় ঘুরছে।

আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গতে জনঘনত্ব বেশী হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জরুরী পরিষেবায় জড়িত কর্মীদের বিশেষ ব্যবস্থা দেওয়া উচিৎ।

testing kit 8 jpg

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আপাতত এমনই আর্জি করেছেন। আর এসবের মধ্যে আমাদের রাজ্যের জনসংখ্যা বেশী হওয়ায় সমস্যা বেশী হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি একটি ছবি একে বোঝান যারা দোকানে বাজারে ব্যবসা করেন তারা কেমন করে নিজেদের সচেতনতা বজায় রাখবেন।

প্রেস কনফারেন্স তিনি বলেন এসবের জন্যে প্রত্যেককে এই নিয়ম মেনে চলতে হবে। এক ইসি এল কর্মীদের মারধোর করার প্রসঙ্গে মমতা ব্যানার্জী জানান যে পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে তাদের না মেরে বোঝাতে হবে।

সম্পর্কিত খবর