বাংলা যা পারে, গোয়া তা পারে না! এখানে কত বেকার! গোয়াতেও দুয়ারে সরকার করবঃ মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পর এবার গোয়া থেকে বিজেপিকে উৎখাত করার সংকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সূত্রেই তিনি এবার সৈকত শহরের সফরে গিয়েছেন। সফরের দ্বিতীয় দিনেই বড়সড় চমক দিয়ে টেনিস তারকা লিয়েন্ডার পেজকে তৃণমূলে টেনে নিয়েছেণ মুখ্যমন্ত্রী। আর এবার গোয়ার সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।

এদিন গোয়ার বুদ্ধিজীবীদের মাঝে বাংলার উন্নয়নের গল্প শোনালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে সমস্ত সুযোগ-সুবিধা বিনামূল্যে মেলে। তিনি অভিযোগ করে বলেন, ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়া, তারপরেও এখানে কর্মসংস্থান নেই। তিনি বুদ্ধিজীবীদের মাঝে বাংলায় চলা সমস্ত প্রকল্পের কথাও তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ভোট ছাড়া কিছু বোঝে না। বাংলায় কিডনি থেকে হার্ট ট্রান্সপ্লান্ট সমস্ত কিছু ফ্রি। স্কুল, কলেজ ফ্রি। পড়ুয়াদের বিনামূল্যে সাইকেলও দেওয়া হয় বাংলায়। আমরা কোনও বিভাহজনের রাজনীতি করিনি। কেউ মারা গেলেও ২ হাজার টাকার সাহায্য দেওয়া হয়। বিয়েতে সাহায্য করি। পড়ুয়াদের স্মার্টফোন দিই। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি। ৫০ হাজার ফুটবল বিতরণ করেছি। বাংলায় ৪২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা যা পারে গোয়া তা পারে না কেন? গোয়ায় কেন এত বেকার? যুব সম্প্রদায় কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না? আমরা ওদের সাহায্য করতে চাই।” মুখ্যমন্ত্রী গোয়াতেও দুয়ারে সরকার চালানোর কথা বলেন। তিনি বলেন, আমাদের দিঘা আছে আর আপনাদের কাছে গোয়া। আমি আগে বলেছিলাম দিঘাকে গোয়া করব। আপনাদের আর আমাদের পছন্দ এক। আপনারা মাছ ভালোবাসেন, আমরাও ম্যাচ ভালোবাসি। আপনারা ফুটবল প্রেমী, আমরাও ফুটবল প্রেমী।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর