করোনা পরিস্থিতিতে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ করোনা মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নিদান দেন।মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, হাওড়ার পরিস্থিতি খুবই স্পর্শকাতর। হাওড়াতে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তিনি বলেন, “প্রয়োজনে বাজারে সশস্ত্র পুলিশ প্রহরা থাকবে। কোনওরকম বিধিভঙ্গ করা যাবে না।

বাজারে ভিড় করা যাবে না। পাঁচ জনের বেশি এক জায়গায় থাকা যাবে না। তাঁদের মধ্যেও ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে”। এর আগেও তিনি সামাজিক দূরত্ব নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে নানান কথা বলেন।

corona virus getty

হাওড়াকে গ্রিন জোনে ফেরাতে হবে টাও আবার চোদ্দো দিনের মধ্যে। নজর দিতে হবে উত্তর ২৪ পরগনার দিকেও। উত্তর ২৪ পরগনাকে চোদ্দ দিনের মধ্যেই অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে। গতকাল নবান্নে রেশন ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা নিয়েও অনেক কথা বলেন। ২৩টি জেলার মধ্যে ১০টি জেলায় কোনও সংক্রমণ নেই। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, কয়েকটি জেলায় সংক্রমণ হয়েছে ঠিকই, আবার বেশ কিছু জেলায় একেবারেই সংক্রমণ নেই। আরও কয়েকটি জেলায় দু-চার জন করে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন এখনও হাতের বাইরে যায়নি পরিস্থিতি। তাই চেষ্টা ছাড়লে চলবে না।

সম্পর্কিত খবর