“আপনার ছেলে রাজনীতিবিদ নয়, কিন্তু…”, জয় ICC চেয়ারম্যান হতেই অমিত শাহকে তীব্র কটাক্ষ মমতার

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ICC চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ (Jay Shah)। দীর্ঘদিন ধরে BCCI সচিব পদে দায়িত্ব সামলানোর পর জয় এবার নতুন দায়িত্ব পেলেন। এদিকে, ইতিমধ্যেই এই বিষয়ের পরিপ্রেক্ষিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। জয় শাহের ICC চেয়ারম্যান হওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জয় শাহ (Jay Shah) ICC চেয়ারম্যান হতেই অমিত শাহকে তীব্র কটাক্ষ মমতার:

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন, আপনার ছেলে রাজনীতিবিদ হননি, কিন্তু তিনি ICC চেয়ারম্যান হয়েছেন। এটি বেশিরভাগ রাজনীতিবিদদের চেয়ে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ পদ।” মুখ্যমন্ত্রী আরও জানান, “আপনার ছেলে সত্যিই খুব শক্তিশালী হয়ে উঠেছেন এবং আমি আপনাকে তাঁর সর্বোচ্চ কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই।”

   

প্রসঙ্গত উল্লেখ্য যে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন সময়ে অমিত শাহকে কটাক্ষ করেছেন যখন কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরকে আক্রমণ করছে। এর আগে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে হিংসার আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগ করেছিলেন। এদিকে, মমতার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন: আদানি করে দেখালেন কামাল! আম্বানিকে হারিয়ে হলেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের, লাফিয়ে বাড়ল সম্পদ

জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ICC চেয়ারম্যান নির্বাচিত হন: জানিয়ে রাখি যে, BCCI সেক্রেটারি জয় শাহ (Jay Shah) গত মঙ্গলবার ICC-র পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সর্বকনিষ্ঠ হিসেবে তিনি এই পদের অধিকারী হয়েছেন। ৩৫ বছর বয়সী জয় শাহ আগামী ১ ডিসেম্বর বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবেন। এমতাবস্থায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে এখন BCCI সচিবের পদ ছাড়তে হবে। তিনি ২০১৯ সাল থেকে এই পদে ছিলেন।

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে চাল পরিবতর্ন করবে একাধিক গ্রহ! ভাগ্য চমকাবে এই ৫ রাশির, হবে টাকার বৃষ্টি

এদিকে, জয় শাহের আগে ভারতীয় হিসেবে জগমোহন ডালমিয়া থেকে শুরু করে শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর ICC চেয়ারম্যানের পদ সামলেছেন। জানিয়ে রাখি যে, আহমেদাবাদের বাসিন্দা জয় শাহ (Jay Shah) ICC চেয়ারম্যান পদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর