মোহনবাগান তাঁবুতে মমতার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা টুটু বসুর! কারণ জানলে হবেন অবাক…..

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইএসএল (ISL 2022/23) জেতার জন্য মোহনবাগানকে (Mohun Bagan) শুভেচ্ছা জানাতে এসে একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফুটবল প্রেমীদের মধ্যে। তিনি জানিয়েছিলেন যে আইএসএল ফাইনালের দিন ভরে তিনি স্বপ্ন দেখেছিলেন যে সবুজ-মেরুন শিবির ট্রফি হাতে তুলছে। তিনি আরো জানিয়েছেন যে এটিকে নামটা তার পছন্দ ছিল না কখনোই তাই তিনি উদ্যোগ নিয়েছিলেন মোহনবাগানের সামনে থেকে ওই তিন অক্ষর সরানোর।

এরপর মোহনবাগান সচিব দেবাশীষ দত্তের হাত থেকে একাধিক ফুটবলে সই করে সেগুলি দর্শকদের মধ্যে বিলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় মোহনবাগান মাঠে আইএসএল জয়ী বেশিরভাগ খেলোয়াড় এবং কোচের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। একসঙ্গে ফটো তোলা হয়। আইএসএল ট্রফি এবং এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইটের জেতা গোল্ডেন গ্লাভসও উপস্থিত ছিল স্টেজে।

mamata with mb

এই সময় মমতাকে একটি বিচিত্র অনুরোধের সামনেও পড়তে হয়েছিল আর সেই অনুরোধটি করেছিলেন মোহনবাগান সভাপতি টুটু বসু। মমতা ব্যানার্জির বক্তব্য তখন প্রায় শেষ হয়ে এসেছে। সেই সময় নিজের অসুস্থ শরীর নিয়েই এগিয়ে এসে মমতা ব্যানার্জির হাত থেকে প্রায় মাইক ছিনিয়ে নিতে যান তিনি।

তার এহেন আজব আচরণ করার কারণ ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় একটা গান শোনা। তিনি এগিয়ে এসে বলতে থাকেন ‘আজকের দিনে একটা গান হবে না দিদি?’ মমতা ব্যানার্জি সম্মত না হওয়ায় আরও অনুরোধ করে যেতে থাকেন তিনি। এরপর তাকে টেনে সরিয়ে নিয়ে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন বাংলার মুখ উজ্জ্বল করার জন্য তিনি সবুজ মেরুন শিবিরকে ধন্যবাদ জানান। এরপর তিনি বলেন, ‘সমর্থকদের মিষ্টি খাওয়ার এবং মোহনবাগান ক্লাব উন্নয়নের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৫০ লক্ষ টাকা দিলাম। অরূপ কে বোলবো তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দিতে।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর