মোদির শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন দিল্লিতে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, “সৌজন্যের খাতিরে আমাদের অনুষ্ঠানে যাওয়া উচিত বলে মনে করছি। এই বছরের কলকাতা পুরসভার ইফতার পার্টি হওয়ার কথা ছিল ৩০ শে মে। কিন্তু তখন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী সে কারণেই পিছিয়ে ৩রা জুন করা হবে ইফতার পার্টি বলে জানা গিয়েছে।


গতকাল মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে একথা জানালেও আজ একটি টুইট করে তিনি জানিয়ে দেন, তিনি শপথে যেতে পারবেন না। নিজের টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ” নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে শুভেচ্ছা। সাংবিধানিক আমন্ত্রণ স্বীকার করে যাব ঠিক করেছিলাম। কিন্তু বিজেপি দাবি করল বাংলায় ৫৪ জন রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো রাজনৈতিক খুন হয়নি তাই আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি শপথে যেতে পারবো না”। আপাতত এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

সম্পর্কিত খবর