ফের কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি

 

বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই ৩৭০ নম্বর ধারা ও ৩৫ এ খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলে প্রথমেই বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আজ ফের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আজ বিশ্ব মানবতা দিবস, সে জায়গায় কাশ্মীরের মানুষের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সকলে কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি। ”


এছাড়াও তিনি মনে করিয়ে দেন, ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লকআপে মৃত্যুর প্রতিবাদে ২১ দিন টানা রাস্তায় নেমে আন্দোলন করেছেন মমতা ব্যানার্জি।

সম্পর্কিত খবর