পুজোর বক্সঅফিস লড়াইয়ে পিছিয়ে বাংলা ছবি, অবস্থা ফেরাতে ব্যাবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: পুজোর বক্সঅফিসে হিন্দি-বাংলার টক্করে অনেকটাই এগিয়ে রয়েছে হিন্দি ছবি। এ বছরের পুজোয় চারটি বাংলা ছবি বেরোনোর কথা। কিন্তু অন্যান্য বারের মতো টলিউড এ বার একাধিপত্য বজায় রাখতে পারছে না। দু’টি বড় বাজেটের হিন্দি ছবি এবং একটি হলিউড মুভি রয়েছে। স্বাভাবিক ভাবেই হল ভাগাভাগিতে হিন্দি এগিয়ে যাচ্ছে। দু’টি হিন্দি ছবির মধ্যে হৃতিক রোশন-টাইগার শ্রফের ‘ওয়র’ই অনেকটা জায়গা দখল করে নেবে। আর কমিক ভক্তদের জন্য টোদ ফিলিপের জোকার’ হল গুলিতে সবার ওপরে রয়েছে।

এই পরিস্থিতিতে টলিউডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছিল, অবস্থা সামাল দেওয়ার জন্য। মাল্টিপ্লেক্স চেন এবং অন্যান্য হল মালিকেরা যাতে হিন্দি-বাংলা ছবির মধ্যে হল ভাগের ক্ষেত্রে সমানুপাত বজায় রাখেন, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারের তরফে সেই নির্দেশিকা আজ বৃহস্পতিবারের মধ্যেই হল মালিকদের কাছে পৌঁছে যাওয়ার কথা।

image 7

এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন দেব। অভিনেতার কথায়, ‘‘আমি দিদিকে অবস্থাটা জানাই। এ ধরনের পরিস্থিতিতে আমি সব সময়ে প্রতিবাদ করি। বাংলা ছবি জায়গা পাচ্ছে না, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিই, লেখাটা দিদিকেও পাঠাই। দিদি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন।’’ উদ্যোগ নিয়েছিলেন অরিন্দম শীলও। ‘‘চারটে বাংলা ছবি তিনটে করে শো পেলে টলিউডের ব্যবসা তলানিতে এসে দাঁড়াবে। সে কারণেই দিদিকে অনুরোধ করি। দেখবেন, যদি বাংলা আর হিন্দি ছবি একই রকম হল পায়, তা হলে বাংলা ছবিই বেশি ব্যবসা করবে।’’ এ বার পুজোয় রবীন্দ্র সদনে সিনেমা দেখানোর বন্দোবস্ত হচ্ছে। এই মুহূর্তে নন্দনে সংস্কারের কাজ চলছে। আগামী বছর থেকে পুজোয় নন্দনে ছবি দেখানো হতে পারে।

Screenshot 20190926 142120 01

এ ব্যাপারে আইনক্স জানাচ্ছে, বুধবার রাত পর্যন্ত কোনও চিঠি তাদের কাছে পৌঁছয়নি। তবে এখনও চূড়ান্ত নয়, যশ রাজ ফিল্মসের ‘ওয়র’ কত স্ক্রিন এবং শো পাচ্ছে। আগামী শুক্রবার সবটা চ জানা যাবে।

সম্পর্কিত খবর