মমতার RSS বন্দনা! মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিপজ্জনক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ বাংলার ইমামদের

বাংলাহান্ট ডেস্ক : বিজেপি বলছে, ‘এ যে ভুতের মুখে রাম নাম!’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee) এদিন করে বসলেন আরএসএস-র (RSS) প্রশংসা। যা শুনে রীতিমতো হকচকিয়ে গেছে বিরোধীরা। মমতা বলে, আরএসএস-এর সবাই তো খারাপ নয়। অনেক ভালো লোকও আছে আরএসএস-র মধ্যে। ব্যাস, আর যায় কোথায়? কংগ্রেস (Congress) থেকে শুরু করে এআইএমআইএম (AIMIM) মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি কেউই।

সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরএসএস-র প্রতি বদান্যতা চোখে পড়েছে সকলেরই। কিছু দিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত বাংলা সফরে এলে তাঁকে ফুল মিষ্টি পাঠিয়ে সৌজন্যতা দেখান তিনি। আর এদিন মমতা বলেন, ‘আরএসএস প্রথমে এতটা খারাপ ছিল না। আমি এটা মানি না যে আরএসএস খারাপ। আরএসএস-এ অনেক ভালো লোক আছে। তাঁরা বিজেপিকে সমর্থন করে না।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই গর্জে ওঠে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি টুইট করে লেখেন, ‘টুইট বার্তায় আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, ‘২০০৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস-কে দেশভক্ত বলেছিলেন। এর বদলে আরএসএস তাঁকে দেবী দুর্গা বলেছিল। আরএসএস হিন্দুরাষ্ট্র চায়। এর ইতিহাস মুসলিম বিদ্বেষের। এর আগেও মমতা গুজরাট দাঙ্গার পর বিজেপি সরকারের হয়ে সুর চড়িয়েছিলেন সংসদে। আশা করি তৃণমূলের মুসলিম নেতারা এই সততা এবং ধারাবাহিকতার জন্য মমতার প্রশংসা করবেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়,Manata Banerjee,আরএসএস,RSS,Congress,এআইএমআইএম,AIMIM,কংগ্রেস,bangla,Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আরএসএস প্রীতি নিয়েই এবার প্রশ্ন তুলত ইমামদের সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহঃ ইয়াহিয়া একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আরএসএস সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিপদজ্জনক ও আশঙ্কাজনক। ভারতের ২০ কোটি মুসলিম মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতার দিকে তাকিয়ে থাকেন। তাদের কাছে এই বার্তা অশনিসঙ্কেত বয়ে নিয়ে আসবে।’

রাজ্যের মুসলিম মন্ত্রীদের প্রতি মহঃ ইয়াহিয়ার প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গের যেসব মুসলিম নেতৃত্ব রয়েছেন, ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রব্বানি, জাভেদ খান, আকরুজ্জামান সাহেব, সাবিনা ইয়াসমিন তাঁরা কী ভাবছেন? তাঁরা কী মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন করছেন? ডেরেক ও’ব্রয়ানও কী সমর্থন করছেন? আমাদের জানতে খুব ইচ্ছা করছে।’

মহঃ ইয়াহিয়ার সংযোজন, ‘পশ্চিমবঙ্গে যখন কোনও মুসলিম ছেলেকে, সে যদি মুরগি চোরও হয় তাকে গ্রেফতার করা হয়, মিথ্যা মামলায় ইউএপিএ কেস দেওয়া হয়, তখন এইসব মুসলিমরা চুপ করে থাকে। মুখ্যমন্ত্রীর মন্তব্য কী সেই বার্তাই দিচ্ছে যে, পশ্চিমবঙ্গেও মুসলিমরা নিরাপদ নয়। এখানেও ইউএপিএ-র মতো মিথ্যা কেস দেওয়া হচ্ছে। উদিত নারায়ণের সেই গান মনে পড়ছে- কভি দুশমন হ্যায়, কভি ইয়ার হ্যায় হাম দোনো।’

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েনি কংগ্রেস ও বামেরাও। কংগ্রেসের বক্তব্য ‘মমতা আরএসএস-এর প্রশংসা করেছেন এই প্রথমবার নয়। এর আগে আরএসএস-র এক পুস্তক প্রকাশের অনুষ্ঠানেও অংশ নেন মমতা। তৎকালীন বাম সরকারকে হারাতে আরএসএস-র সাহায্যও নেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর