‘রাতে সিনিয়র ডাক্তারদের থাকা উচিত’, ‘পুলিশি তৎপরতার অভাব ছিল!’ SSKM ইস্যুতে মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মধ্যরাতে রীতিমতো উত্তাল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) চত্বর। ট্রমা কেয়ার ইউনিটে ভাঙচুর চালায় মৃত রোগীর পরিজনরা। সাথেই উঠল কর্তব্যরত চিকিৎসকদের মারধরের অভিযোগ। রোগীর মৃত্যুর পর মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। আর তাতেই রণক্ষেত্র পরিস্থিতি।

মহম্মদ ইরফান নামক এক রোগীর রোগীর মৃত্যুর পর মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে সূত্রপাত হয় ঘটনার। মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে উঠেছে কর্তব্যরত চিকিৎসকদের মারধর এর অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, তবে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ কর্মীদের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যখন ওরা এল, বডি নিয়ে চলে গেল, তখন তোমরা (পুলিশ) চলে গেলে কেন? ওখানে তো পার্মানেন্ট ক্যাম্প করে দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের তরফেও গাফিলতি আছে।” পাশাপাশি তিনি বলেন “জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেবে সরকার। ”

তবে এই একই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় দেখা গেলো সিনিয়র চিকিৎসকদেরও। সোমবার জি-২০ বৈঠকে সামিল হতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে এই বিষয়ে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় এসএসকেএম হাসপাতালের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী তাদের থামিয়ে দিয়ে বলেন, “না না, আপনি সব জানেন না। আমি সকালেই ঘটনাটা হ্যান্ডেল করে দিয়েছি। তখন দুইজন মাত্র জুনিয়র ডাক্তার ছিল। কোনও সিনিয়র ডাক্তার ছিল না। ঘটনাটি চার-পাঁচদিন আগের একটি অ্যাক্সিডেন্ট কেস। যাই হোক, একজন তরুণ ছেলে মারা গেলে, মানুষের তো দুঃখ হয়। কিন্তু তাদের এটা করা উচিত নয়।” হাসপাতালের চিকিৎসকরা যে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন ওই রোগীর জীবন বাঁচানোর, সেই কথাও বলেন তিনি।

SSKM3 1

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন “আমি কত কষ্ট করে, কত টাকা খরচ করে এই ট্রমা সেন্টার করেছি। দুইজন জুনিয়র ডাক্তারকে ওরা হেনস্থা করেছে। কোনও সিনিয়র ডাক্তার তখন ছিলেন না। আমি পিজির সুপারকে ফোন করে চিকিৎসকদের জন্য সরি বলেছি।” মুখ্যমন্ত্রীর কথায়, “চিকিৎসকরা তাদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন। আমাদের ট্রমা সেন্টারে অন্যতম সেরা। চিকিৎসকরা চার-পাঁচ দিন ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন।” সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, SSKM ঘটনায় এখনো পর্যন্ত মোট ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর