লন্ডন নয়, এবার লক্ষ্য ব্রাজিল! কলকাতার কার্নিভাল ‘রিও’কেও ছাপিয়ে গিয়েছে, দাবি মমতার

বাংলা হান্ট ডেস্ক: ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে রাজ্যের দুর্গাপুজো নিয়ে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার ওই অনুষ্ঠানে কার্নিভালের প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার মোট ১২০০ পুজোর উদ্বোধন তিনি করেছেন। পাশাপাশি রেড রোডে দুর্গাপুজোর বিসর্জনের যে কার্নিভাল (Durga Puja Carnival) হয়েছে তা ব্রাজিলের (Brazil) রিওর কার্নিভালকেও ছাপিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO)। প্রতি বছরই পুজোয় সেজে ওঠে গোটা বাংলা। এদিকে বারোয়ারি ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পরিমাণও এবার বাড়িয়ে দিয়েছে সরকার। প্রতিটি ক্লাবকে ৭০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পর্যটকদের উপরেও জোর দিয়েছিলেন। সারা বিশ্ব থেকে প্রায় ৪০ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন বাংলায় পুজো দেখতে। সব মিলিয়ে পুজোকে ঘিরে একেবারে হইহই ব্যাপার হয় রাজ্যে ।

যদিও পুজোর দিনগুলিতে ঘরবন্দি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সব পুজোই এবার পায়ের সমস্যা থাকার কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। কালীঘাটের বাড়ি থেকেই জেলা থেকে কলকাতা সব পুজোর উদ্বোধন করেছেন তিনি। তবে সশরীরে হাজির ছিলেন রেড রোডের (Red Road) কার্নিভালে।

mamata durga oujo

এদিকে জেলার পুজো নিয়েও এবছরে সাবাশী শোনা যায় মমতার গলায়‌। মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম এটা হয়নি। ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা। তিনি জানিয়েছেন, অরূপ, দেবা, ববিকে জিজ্ঞেস করেছিলাম এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।’


Avatar
Monojit

সম্পর্কিত খবর