‘এটা আমার ভেতরকার ব্যাপার’, নচিকেতার প্রতি ‘স্নেহের ডাক’ ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়। সক্রিয় রাজনীতিতে না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা করেন তিনি। নচিকেতার (Nachiketa Chakraborty) কথায়, তাঁদের মধ্যে সম্পর্কটা ভাইবোনের মতো হয়ে গিয়েছে। এবার নচিকেতার (Nachiketa Chakraborty) প্রতি ‘স্নেহের ডাক’ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর পাশেই দেখা মিলল নচিকেতার (Nachiketa Chakraborty)

মাস খানেক আগে ‘উৎসবে ফেরা’র কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজেই সেই উৎসবের সূচনা করলেন তিনি। মহালয়ার আগের দিনই শ্রীভূমির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মুখ্যমন্ত্রীর পাশে দেখা মিলল নচিকেতার (Nachiketa Chakraborty)।

আরো পড়ুন : এই বয়সে এসেও ছাড়তে পারেননি আসক্তি! শ্বশুর মিঠুনকে নিয়ে মুখ খুললেন মাদলসা

নচিকেতাকে কী বলে ডাকেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চ থেকে বলেন, ‘এত অতিথি এখানে রয়েছেন। প্রথম নামটা নচিকেতাকে (Nachiketa Chakraborty) বলতেই হয়। যদিও নচিকে আমি নাচি নাচি বলে ডাকি, এটা আমার ভেতরকার ব্যাপার।’ এরপর মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘খুব ভালো গান গায় ও, অনেক গান গেয়েছে জীবনে, অনেক নাম করেছে। ওর মেয়েও খুব ভালো গান গায়। অনেক শুভেচ্ছা থাকল।’ এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরো জানান, এবার তাঁর একটি পুজো সংখ্যার ক্যাসেটেও গান গেয়েছেন নচিকেতা (Nachiketa Chakraborty)। সকলকে গানটি শোনার অনুরোধও করেছেন তিনি।

আরো পড়ুন : একজনে তৃপ্ত নন, বিয়ের আগে ৬ পুরুষের সঙ্গে সম্পর্ক-সহবাস এই নায়িকার, রয়েছেন দুই ক্রিকেটারও!

মুখ্যমন্ত্রীকে নিয়ে মুখ খুললেন গায়ক

প্রসঙ্গগত, আরজিকর ইস্যুতে মুখ না খোলায়, একবারও পথে না নামায় তোপের মুখে পড়েছিলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। প্রকাশ্যে জুটেছিল ‘চটিচাটা’ তকমা। ঘুরিয়ে জবাবও দিয়েছিলেন সঙ্গীতশিল্পী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়েও মুখ খুলেছিলেন নচিকেতা (Nachiketa Chakraborty)।

Nachiketa Chakraborty

মুখ্যমন্ত্রীর ব্যাপারে নচিকেতা বলেছিলেন, একা কিছু করা সম্ভব নয় দেখে তিনি যুক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অচিরেই সখ্য তৈরি হয় দুজনের। সম্পর্কটা ভাই বোনের মতো হয়ে গিয়েছে তাঁদের। নচিকেতা আরো বলেন, প্রচুর ঝগড়া করেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর বকুনিটাই শুধু শোনেন তিনি। এছাড়া পৃথিবীতে আর কারোর কথা তিনি শোনেন না, স্পষ্ট জানান নচিকেতা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর