JEE ও NEET পরীক্ষার ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একজোট মমতা ব্যানার্জী থেকে উদ্ধব ঠাকরে সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ JEE (JEE Main) এবং NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষা, করোনাকালে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। কবে হবে পরীক্ষা, এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। সম্প্রতি JEE এবং NEET পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করার পর থেকেই, আবারও এই বিষয়ে তরজা তুঙ্গে।

বিশ্ব জুড়ে মহামারির কারণে JEE এবং NEET পরীক্ষার নির্ধারিত দিন পেছাতে বাধ্য হয় সরকার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোলেও, পরীক্ষার দিন নির্ধারিত বার কয়েকবার পরিবর্তন করে সেপ্টেম্বরে আবারও সেই দিন নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে সম্প্রতি বৈঠকে সামিল হয়েছিলেন ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

sonia 4

বৈঠকে সোনিয়া গান্ধীর বক্তব্য
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উদ্যোগে বুধবার ভার্চুয়াল বৈঠক সংগঠিত হয়। ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও। এই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, ‘কেন্দ্র সরকারের সাথে মিলিত ভাবে যেমন আমাদের কাজ করতে হবে, তেমনই ছাত্রছাত্রীদের কথা ভেবে তার বিরুদ্ধেও যেতে হবে।’

আমাদের উদ্দ্যেশ্য ঠিক করতে হবে
এদিনের বৈঠকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) নিজের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে জানান, ‘আমি লড়াকু বাবার লড়াই করা ছেলে’। সেইসঙ্গে তিনি সোনিয়া গান্ধীর বক্তব্যকে সমর্থন করে বললেন, ‘আমাদের সবার আগে ঠিক করা উচিত, আমরা লড়ব না কি ভয় পাব’।

mamata 7

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আহ্বান মমতা ব্যানার্জীর
কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলেন, ‘করোনার কারণে দেশের পরিস্থিতি আশঙ্কাজনক। রেল বন্ধ, স্বাভাবিক পরিবহন নেই। তার উপর এই দীর্ঘ সময়ে সংশয়ে থাকতে থাকতে পরীক্ষার্থীদের মানসিক অবস্থাও ঠিক নেই। তারা এখন পরীক্ষা দেবার জন্য প্রস্তুতও নয়। এর মধ্যে কি ভাবে নিট এবং জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা হবে? তাই আমার আবেদন, পরীক্ষা স্থগিত রাখা জন্য আমরা একত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর