হাতা খুন্তি নিয়ে চলে যান, বন্দুকের দরকার নেই: মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় আজ চলছে প্রথম দফা ভোট গ্রহণ ( West Bengal Assembly Election 2021)। শাসক থেকে বিরোধীরা যখন একে অপরের দিকে অভিযোগের কাঁদা ছোড়াছুড়িতে মেতে আছে, তখন পিংলার (Pingla) জনসভা থেকে আবেগঘন মমতা (Mamata Banerjee)  দলত্যাগীদের একহাত নিলেন। তিনি বলেন, ‘দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছি।’ এমনকি ফের মীরজাফর বলেও কটাক্ষ করেন তিনি।

এদিনের জনসভায় প্রধান বিরোধী দল বিজেপির (BJP) বিরুদ্ধে ফের টাকা বিলানোর অভিযোগ নিয়ে সরব হলেন মমতা। তিনি বলেন, ‘গতকাল রাতে টাকা বিলোচ্ছিল, আমাদের এখান থেকে কিয়েকটা গদ্দার-মীরজাফর গেছে, যাদের আমরা দুধ-কলা দিয়ে পুষেছিলাম, এটা আমার দোষ, ওদের দোষ নয়, আমি একটু বেশি বিশ্বাস করে ফেলি।’

mamata phone

এমনকি তৃণমূল নেত্রী এও বলেন যে,  এখন তাদের এতটাক, গতকাল রাতে তারা টাকা বিলোচ্ছিল।  আরও যোগ করে তিনি বললেন, টাকার জন্যই তারা গেছে বিজেপিতে, যাতে বিজেপি টাকা না করে ফাঁকা। এই সুরেই তিনি এদিন দলত্যাগী দের বিঁধলেন।

পাশাপাশি তিনি জমসভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য বলেন, আপনারা হাতা-খুন্তি-বেলুন নিয়ে চলে যান। বন্দুকের বদলে বন্দুকের দরকার নেই। হাত পাখা নিয়ে চলে যান, একটু হাওয়া খান আর ওদেরও হাওয়া খাওয়ান।

প্রসঙ্গত, বাংলার প্রথম দফা নির্বাচনে (West Bengal 1st Phase Election) যেভাবে শাসক-বিরোধী সংঘাতের খবর উঠে আসছে এবং তৃণমূল যেভাবে একেরপর এক অভিযোগ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে, তাতে এবার ভোট প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর