ওরা কে নাগরিকত্ব দেওয়ার, আমরাই দিয়ে রেখেছি: মমতা ব্যানার্জী

সীমান্ত শহর বনগাঁয় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর সাফ ঘোষণা, লোকাল নেতাদের উপর দল চলে না৷ দল চালান তারা কিন্তু তাদের ওপর ভরসা করা যায় না। তিনি সরাসরি স্থানীয় নেতাদের উপর বিশ্বাস না রাখার বার্তা দিয়ে একথা জানিয়ে দিয়েছেন। আবার এর পাশাপাশি এদিন বনগাঁয় জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, স্পষ্ট করে জেনে নিন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপি মিথ্যে বলছে।

মমতা এদিন কথা প্রসঙ্গে বলেন “ মুকুল বৈরাগ্যকে (মতুয়া) নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হল। কিন্তু আপনাকে বলতে হবে পাঁচ বছর এ দেশে নাগরিক ছিলাম না। তখনই আপনাকে বিদেশি বলে গণ্য করা হবে। এ দেশে নাগরিক না হলে জমি, ছেলেমেয়ের পড়াশুনা, চাকরি থাকবে না। ফরেনার্স ট্রাইব্যুনালে আইনি লড়াই চালাতে হবে। এরপরই মমতার হুমকি, ওরা কে নাগরিকত্ব দেওয়ার।

 

নাগরিকত্ব আমরাই দিয়ে রেখেছি।“ এর আগে  শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি জনপ্রতিনিধিরা এখন  আলোচনার কথা বাদ দিয়ে গুলি করার কথা বলছেন।  ফলে বুঝতে হবে দেশ এখন সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে। এটা প্রমাণ হয়ে গিয়েছে। এদিন মমতা বলেন দেশে একটা বিভাজন চালানোর চেস্টা করে চলছে বিজেপি। তিনি বলেন বিজেপি এই দেশে একটা মেরুকরনের চেস্টা চালাচ্ছে অনেকদিন ধরে। মতুয়াদের সাহায্যের কথা জানিয়ে তিনি অনেক কথাই বলেন।

উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল দেওয়া, কলোনিগুলিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা থেকে  রেশন কার্ড সবকিছু নিয়েই তিনি খোলাখুলি কথা বলেন। এর পাশাপাশি এই রাজ্যে সিএএ, এনপিআর বা এনআরসি কিছু হতে দেওয়া হবে না এই নিয়েও সাধারন মানুষকে তিনি আশ্বস্ত করেন। বারে বারে তিনি বলে এসেছেন এ রাজ্যে কোনভাবেই এনআরসি হতে দেবেন না তিনি। নিজেদের সবরকম ভাবে চেস্টা করে তারা চাইছে এনআরসি আটকে দিতে। আর তার জন্য যা করা দরকার তিনি করবেন বলে জানিয়েছেন বারবার।

সম্পর্কিত খবর