বাঘ বন্দিতে উচ্ছসিত মমতা! খুশি হয়ে বনকর্মীদের তিনি বলেই ফেললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সাতদিনের লড়াই শেষে অবশেষে খাঁচায় বন্দি জিনাত। আর এই খবর মিলতেই বিরাট খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। টানা এক সপ্তাহ ধরে রীতিমতো নাকানি-চোবানি খাওয়ানোর পর অবশেষে আজ গোসাইডিহিতে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়েছে বাঘিনী জিনাত। গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা ও আন্ধেরি ব্যাঘ্রপ্রকল্প থেকে সিমলিপালে আনা হয়েছিল জিনাতকে।

 জিনাত খাঁচায় বন্দী হতেই শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

তারপর গত ২৮ নভেম্বর ঘরছাড়া হয় সে। এরপর ঝাড়খণ্ডের জামশেদপুর বনবিভাগ হয়ে চাকুলিয়া জঙ্গলে চলে আসে জিনাত। গত ৭ দিন ধরে ওইখানেই তাকে বন্দী করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল বাংলার বনদপ্তর। এরপর বেলপাহাড়ির কাঁকরাঝোড়ে দুদিন মত কাটিয়েছিল বাঘিনী জিনাত।  তারপর ময়ূরঝর্ণা হয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়ে গিয়ে কদিন বেশ ভালোই কাটছিল বাঘিনীর।

সেখানে জল থেকে শুরু করে খাবার পাহাড় লাগোয়া জঙ্গলে অনুকূল বাসস্থান ছিল তার। তবে হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করেন বনদপ্তরের কর্মীরা। তাতেই কাজ দেয়। লাগাতার হুলাপার্টি, মশাল, পটকায় বিরক্ত হয়ে লোকালয়ে চলে যায় জিনাত। এরপর মানবাজারের ডাংরডির জঙ্গলে আশ্রয় নিয়েছিল সে।

তবে শুক্রবার রাতে জালের নিচ দিয়ে পালায় জিনাত। এরপর সে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কোল ঘেঁষা রানিবাঁধ ব্লকের বন পুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোঁসাইডিহিতে চলে যায়। অবশেষে রবিবাসরীয় ছুটির দিন বিকেল ৩টে ৫৮ মিনিট নাগাদ বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘিনী।

আরও পড়ুন: কারচুপি রুখতে নতুন আইন আনছে পুরসভা? যা বললেন ফিরহাদ হাকিম …

তারপরেই সোশ্যাল মিডিয়ায় পুলিশ বন কর্মী এবং এলাকাবাসীকে একরা শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের সকল আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন মমতা।

জিনাত খাঁচাবন্দি হওয়ায় এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্ছাসিত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, ‘বাঘিনী জিনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের সকল আধিকারিককে আমার আন্তরিক অভিনন্দন। এই অসাধারণ প্রচেষ্টায় তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মকর্তা ও স্থানীয় জনগণকে আমার কৃতজ্ঞতা জানাই।’

Mamata Banerjee

শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই উদ্ধার আসলে টিমওয়ার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি নিবেদিত প্রাণের – একটি উজ্জ্বল উদাহরণ। আপনাদের সকলের  সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র একটি প্রাণীকেই রক্ষা করেনি, সেইসাথে শক্তিশালী করেছে আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও। এই অসামান্য কাজের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ!’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর