আরও তীব্র রাজ্য-কেন্দ্র সংঘাত! নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত মমতার, তুলকালাম রাজনৈতিক মহল

বাংলা হান্ট ডেস্ক : নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৭ মে দিল্লিতে (Delhi) এই বৈঠকের কথা রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই নির্বাচনের আগে নীতি আয়োগের পরিচালন পরিষদের এটাই শেষ বৈঠক হতে চলেছে। সেখানেই অনুপস্থিত পশ্চিমবঙ্গ (West Bengal)।

আগামী ২৭ মে দেশের একাধিক মুখ‌্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এ মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) টুইট করে জানান, রবিবারের অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন না। এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নীতি আয়োগ,NITI Aayog,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,লোকসভা নির্বাচন,Lok Sabha Election 2024,পশ্চিমবঙ্গ,West Bengal,Narendra Modi,ডেরেক ও’ব্রায়েন,Derek O’brien,Bangla,Bangla News,Bangla Khabor,Bengali,Bengali News,Bengali Khabor

এর আগে গত ১৫ মে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরিকল্পনা কমিশন ভালো ছিল। ‘নীতি আয়োগ’ বৈঠকে রাজ্যের কথা শোনা হয় না দাবি করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবু বলেছিলেন, ‘বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি’। তবে বুধবার নিশ্চিত হলো তিনি আসছেন না।

গত মঙ্গলবার নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবৎ মানের সঙ্গে নবান্নে বৈঠক করার পরে সাংবাদিক বৈঠকে মোদি সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদের নতুন ভবন উদ্বোধন। অথচ সেখানে ব্রাত্য সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী রাষ্ট্রপতি। যিনি আবার সংসদের অভিভাবক বা সর্বময় কর্তাও। কেন রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন তুলেই বিজেপি সরকারকে বিঁধে অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল। তবে শুধু এ রাজ্যের শাসক দলই নয়, কমপক্ষে ১৯টি বিরোধী দলই জানিয়ে দিয়েছে, রবিবারের উদ্বোধনে তারা উপস্থিত থাকবে না। এই পরিস্থিতিতেই নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর