বড় খবরঃ কলকাতায় আর কোন বড় সভা করবেন না মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ এবার বামেদের পথেই হাঁটলেন মমতা ব্যানার্জি (mamata banerjee)। কলকাতায় (kolkata) আর কোন বড় সভা না করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বাড়তে থাকা করোনা আবহের মধ্যেই চলছে ভোট পর্ব। পঞ্চম দফা শেষে, আর বাকি মাত্র ৩ দফা। তাই নির্বাচনী প্রচারে দাড়ি টেনে ২৬ শে এপ্রিল শুধুমাত্র একটি প্রতীকী বৈঠক করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

দেশের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। বাংলায়ও করোনার দ্বিতীয় থাবা ভালোভাবেই ছড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাকি দফার নির্বাচন পূর্ব নির্ধারিত সময়সূচী মেনেই হবে, একথা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে প্রচারের ক্ষেত্রে বিধি নিষেধ জারি করা হয়েছিল।

করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আগেই নির্বাচনী প্রচার বন্ধ রাখার ঘোষণা করেছিল বামেরা। এরপর সেই পথেই হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রবিবার রাত ১১ টা বেজে ৫৭ মিনিটে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় এখন আর নির্বাচনী সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। শুধুমাত্র ২৬ শে এপ্রিল একটি প্রতীকী বৈঠক করবেন তিনি। তবে প্রচারের জন্য সব জেলায় শুধুমাত্র ৩০ মিনিটের সময়সীমা দেওয়া হয়েছে’।

বাংলায় প্রতিদিনই লাগামহীনভাবে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। রিপোর্ট বলছে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৭ জন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর