ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী আবার লিখলেন কবিতা

 

   

বাংলা হান্ট ডেস্ক :-
ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন বেশ কর্কশ শব্দে গর্জে উঠেছে মুখ্যমন্ত্রীর কলম। প্রসঙ্গত এবার ভোটের ফল প্রকাশের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার লিখলেন একটি কবিতা। পশ্চিমবঙ্গের ভোটের ফল প্রকাশের পরেই যথেষ্ট হতাশ তিনি, তেমন একটা আশানুরূপ ফল তিনি পাননি। ফল প্রকাশের পর থেকে এখনও অবধি কোনো বিবৃতি তিনি গণমাধ্যমে দেননি। অবশ্য আজ তাঁর কালিঘাটের বাড়িতে বৈঠক থাকলেও এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বিবৃতি তিনি দেননি।

 

গণমাধ্যমে আত্মপ্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাকটিভ ছিলেন তিনি।তাই ভোটের ফল প্রকাশের পরেই তিনি ‘মানি না’ বলে একটি কবিতা লিখলেন।


“মানি না”

সাম্প্রদায়িকতার রঙ আমি
বিশ্বাস করি না,
সর্ব ধর্মেই সর্ব উগ্রতা-নম্রতা আছে।
আমি নম্র জাগরণের এক
সহিষ্ণু সেবক,
বাংলায় যার উত্থান।
বিশ্বাস করি না সাময়িক উগ্র ধর্ম
বিক্রি করতে-
বিশ্বাস করি মানবিকতার
আলোকে আলোকিত ধর্ম।
ধর্ম বিক্রি যাদের তাস
ধর্ম পাহাড়ে টাকার বাস??
আমি থাকি আমার নিজ কর্মে
কর্ম নেই তোমাদের!!!!
তাই বিক্রি হয় উগ্রতার ধর্মে?
যারা বিশ্বাস করেন সহনশীলতায়-
আসুন, জাগরিত করুন
একসাথে আসুন সবাই।
সারা বিশ্ব একটাই দেশ-
তবে এ কি অঙ্ক?
যার উগ্রতাই অভিলাষ।

সম্পর্কিত খবর