মমতা সরকারের কাছে থেকে বঙ্গরত্ন পাচ্ছেন ভারতী ঘোষ!

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভারতীকে ঘোষকে এ বছর বঙ্গরত্ন দিচ্ছে। ৭৫ বছর ধরে একটানা নিজের ফিল্ডে রানির মতো থেকেছেন তিনি। ১৯৬৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেনিস ব্যাট হাতে কোর্টে লড়াই করে গিয়েছেন টেবিল টেনিসের রানি ভারতী ঘোষ। এ বছর তাঁকেই বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার।

৫১ বছর ধরে খেলার সঙ্গে যুক্ত থেকেছেন ভারতী ঘোষ। বহুবার নিজের কৃতিত্বের জন্য সম্মানের অধিকারী হয়েছেন টেনিসের এই রানি। শুধু নিজেই কোর্টে থেকে খেলে যাননি ভারতী ঘোষ। মান্তু ঘোষের মতো অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়ার ছাড়াও শুভজিত্ সাহা, গণেশ কুণ্ডু, সুব্রত রায় সহ বহু টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন ভারতী দেবীই।

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা ভারতী ঘোষ। স্থানীয়রা তাঁকে বাবলি দিদি বলে জানেন। জাতীয় এবং রাজ্য স্তরে বহু উপহার শিলিগুড়ির ঝুলিতে এনে দিয়েছেন ভারতী ঘোষ। ভারতী দেবী বলেন, ‘টেবিল টেনিসই তাঁর সংসার। আর তাঁর শিক্ষার্থীরাই তাঁর সন্তান।’ খেলাকে তিনি এতটাই ভালোবাসতেই জীবনে বিয়েই করেননি তিনি। বঙ্গরত্ন সম্মান পাওয়ার কথা শুনে অভিভূত হয়ে গিয়েছেন তিনি। বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না।’

বয়সের ভারে নিজে খেলা থেকে বিরতি নিলেও এখনও অন্যকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন সাধ্যমত। বর্তমানে তিনি শিলিগুড়ির দেশবন্ধু ও সায়গল ক্লাবে টেবিল টেনিস খেলা শেখান। খেলা তাঁর শ্বাস-প্রশ্বাস। জীবনের শেষ দিন পর্যন্ত খেলার সঙ্গে যুক্ত থাকতে চান ভারতী ঘোষ।

সম্পর্কিত খবর