গোটা ভারতে পৌঁছে দেওয়া হবে মমতার বার্তা, নতুন দায়িত্ব পেয়ে লক্ষ্যে অবিচল অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ বড় সাফল্য লাভের পর শনিবার প্রথমবারের জন্য সাংগঠনিক বৈঠকে বসেছিল তৃণমূল (tmc)। একাধিক রদবদলের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee)। তাঁর পূর্বেকার যুব সভাপতি পদে বহাল করা হল সায়নী ঘোষকে।

দলে বড় দায়িত্ব পেয়ে আগামীর লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একুশের বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে প্রচার, রোড শো, জনসভার মধ্যে দিয়ে তৃণমূলের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করেছিলেন মানুষের মনে।

tmc flag 759

২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আবারও বাংলার মসনদে ফেরে তৃণমূল শিবির। আর তারপর থেকেই বাঙালি প্রধানমন্ত্রীর হ্যাশট্যাগ ট্রেন্ড চালু হয় ট্যুইটারে। যেখানে একুশে বাংলা জয়ের পর চব্বিশে দিল্লী জয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর বিরোধী মুখ হিসেবে মমতা ব্যানার্জীকে তুলে ধরা হয়েছে।

তবে শনিবার দলের নতুন পদ পাওয়ার পর অভিভূত অভিষেক ট্যুইটে লেখেন, ‘হাজারো প্রতিকূলতার মধ্যেও দলের প্রতিটি সৈনিক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। বাংলাকে জিততে সাহায্য করার জন্য তাঁদের আমি ধন্যবাদ জানাই। আমার উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই তৃণমূলকে’।

তিনি আরও লেখেন, ‘মানুষের পাশে থাকার চেষ্টা আজীবন করে যাব, কোনরকম ত্রুটি রাখব না। ভারতের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দেব মমতা ব্যানার্জীর বার্তা। হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়েও দল ও দলের আদর্শের পাশে যেসকল  সিনিয়র নেতারা রয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর