ফের বঞ্চনার শিকার বাংলা! অমৃত বৈঠকে রাজ্যপাল বক্তব্য রাখলেও বলার সুযোগ পেলেন না মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে চার দিনের দিল্লি (Delhi) সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি সফরে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। ফলে একদিকে যখন মোদী-মমতা গোপন ‘আঁতাত’ নিয়ে ক্রমশ অভিযোগ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি, আবার অপরদিকে গতকাল মোদী সরকারের ‘অমৃত কি মহোৎসব’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য পেশ করতে দিল না কেন্দ্র! বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোন মন্তব্য না করা হলেও ঘাসফুল শিবির এটিকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা হিসেবেই দেখে চলেছে।

   

উল্লেখ্য, চার দিনের দিল্লি সফরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পরবর্তীতে গতকাল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্র সরকারের ‘অমৃত কি মহোৎসব’ অনুষ্ঠানে উপস্থিত থাকেন মমতা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং বিশিষ্টজনেদের নিয়ে একটি কমিটি গঠন করে কেন্দ্র। তবে অভিযোগ, গতকাল অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। এক্ষেত্রে অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি বাংলার রাজ্যপাল গণেশনকে বক্তব্য রাখতে দিলেও মুখ্যমন্ত্রী কেন সুযোগ পেলেন না, তা কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

তৃণমূল শিবিরের মতে, এটি বাংলার অপমান। বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ায় কেন্দ্রের তরফ থেকে বঞ্চনার দিকটি তারা সামনে তুলে ধরেছে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, গণেশন রাজ্যের প্রতিনিধি হিসেবে নয়, কমিটির সদস্য হিসেবেই বক্তব্য রেখেছেন। যদিও এ সকল দাবি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিরোধী দলগুলির তরফ থেকে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দাবি করা হয়েছে, “বাংলায় বিরোধীদের নিয়ে বৈঠক ডাকা হলে সেখানে তাদেরকে বলার কোনরকম সুযোগ দেওয়া হয় না। তাই মুখ্যমন্ত্রী বাংলায় যে রাজনীতি শুরু করেছেন, দিল্লিতে গিয়ে তাকে সেই ফল ভোগ করতে হচ্ছে।”

Delhi,Azadi ka Amrit Mahotsav,tmc,bjp,mamata banerjee,narendra modi,ganeshan

তবে বর্তমানে আরো একটি বিষয়কে কেন্দ্র করে জল্পনা সৃষ্টি হয়েছে। এদিন নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। এমনকি এই বৈঠকে মমতা-মোদীর সাক্ষাৎ হওয়ার জল্পনা ক্রমশ প্রকট হয়ে উঠেছে। তবে গতকালের বঞ্চনার পর অবশেষে এদিন মুখ্যমন্ত্রী হাজির থাকেন কিনা, তা কেন্দ্র করে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর