বাঙালি শ্রমিকদের বাড়ি ফেরাতে ৫০,০০০ টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্ক : গত মঙ্গলবার রাতে কাশ্মীরে জঙ্গি হানায় বাংলার পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বার কাশ্মীরে কর্মরত 134 জন শ্রমিককে ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার অবশেষে প্রশাসনের উদ্যোগে কলকাতা- জম্মু তাওয়াই ট্রেনে রাজ্যে ফিরেছে কাশ্মীরে থাকা সেই সমস্ত শ্রমিকরা৷ রাজ্যে ফিরলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ওই শ্রমিকদের এককালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছেdownload 17

মঙ্গলবার নবান্নের তরফে একটি বৈঠকের মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ওই শ্রমিকরা জানিয়েছেন তাঁরা আর কোনও মতে উপত্যকায় কাজ করতে যাবেন না৷ এর আগেও ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ছিল রাজ্য সরকার, যেহেতু উপত্যকা থেকে সদ্য বাড়ি ফেরা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নেই তাই বাংলা বাড়ি প্রকল্পে তাঁদের বাসস্থান করে দেওয়া হবে

একই সঙ্গে ওই সমস্ত শ্রমিকদের জেলা প্রশাসকের তরফ থেকে বিশেষ ভাবে সাহায্য করা হবে৷ সোমবার বিকেলে ট্রেনে করে কাশ্মীর থেকে বাঙালি শ্রমিকরা কলকাতায় পৌঁছতেই তাঁদের সঙ্গে সাক্ষাত্ করতে যান কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম৷ জানা গিয়েছে মোট শ্রমিকদের মধ্যে বেশির ভাগ এ রাজ্যের তবে কিছু জন রয়েছে অসমের৷

উল্লেখ্য গত মঙ্গলবার কাশ্মীরের কুলগামের একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা আর জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন মুর্শিদাবাদের পাঁচ জন শ্রমিক এর পর উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যে৷

সম্পর্কিত খবর