” আগামী বছর জুন মাস পর্যন্ত এই সরকারই থাকছে না”, রেশন ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ সুজনের

বাংলাহান্ট ডেস্কঃ আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে সরকার। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (sujan Chakrabarty) । তার বক্তব্য, আগামী বছর জুন মাস পর্যন্ত এই সরকারই থাকছে না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে প্রতিযোগিতায় নেমেছে।

mamata ration

সুজন বাবুর আরো বক্তব্য, দেশের মানুষের খাদ্যের অধিকার আছে। আর সেই দ্বায়িত্ব কেন্দ্র ও রাজ্যকেই নিতে হবে। মানুষ যদি থাকে তবে মানুষের পেট আছে। মানুষের পেটে খিদে আছে। তার কাছে কি কার্ড আছে বা কি কার্ড নেই সেটা বড় কথা নয় তার খাদ্যের অধিকার নিশ্চিত করার দ্বায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে।

প্রসঙ্গত, আনলক 2.0 নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। আজ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরেই মোদীকে চ্যালেঞ্জ করে আগামী 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, “ওনারা অর্ধেক মানুষকে দেয়, সবাইকে দেয় না। আমরা সবাইকে দেব। কয়েকটি অ্যাপ ব্যান করলেই সমস্যার সমাধান হয়না। চীনকে কড়া জবাব দিক কেন্দ্র।”

সম্পর্কিত খবর