ভোটের আগে কল্পতরু মমতা; ১২ হাজার শিক্ষকের নিয়োগের সিদ্ধান্ত, বাড়বে বেতনও

বাংলাহান্ট ডেস্কঃ ২০২১ এর ভোট প্রায় দোরগোড়ায়, রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সাজো সাজো রব৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata Banerjee) আবারো নিয়োগের সিদ্ধান্ত নিলেন। ১২ হাজার শিক্ষক নিয়োগের পাশাপাশি বাড়বে শিক্ষকদের বেতনও।

   

মাসকয়েক আগে রাজ্যের প্রায় ৭০০ অস্থায়ী কলেজ শিক্ষককে বদলির কথা ভেবেছিল রাজ্য সরকার। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসল তারা। ফলে রাজ্যে ১২ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধাই আর রইল না। পাশাপাশি ২১ সালের জানুয়ারির প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবে কলেজ শিক্ষকরা। এক্ষেত্রেও সমস্ত বাধা কাটিয়ে উঠেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। এবার থেকে কলেজ শিক্ষকদের ( ইউজিসির যোগ্যতা মান পূরন না করা ও ১০ বছরের কম অভিজ্ঞ) নূন্যতম বেতন হবে ২০ হাজার টাকা।

নতুন বেতন কাঠামো

অভিজ্ঞতার ভিত্তিতে এদের স্যাক্ট -১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে শিক্ষকদের ভাগ করে নিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর । বেতন ন্যূনতম ২০ হাজার টাকা। যে সব শিক্ষকদেত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দিষ্ট যোগ্যতামান নেই , পাশাপাশি ১০ বছরের কম অভিজ্ঞতা তারা এই বেতন পাবেন। ইউজিসি যোগ্যতা থাকলে থাকলে বেতন ২৫ হাজার টাকা। একই যোগ্যতা সম্পন্ন ১০ বছরের পুরনো শিক্ষকরা ৩৫ হাজার টাকা বেতন পাবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞ হলেও যাদের ইউজিসির যোগ্যতামান নেই তারা পাবেন ৩১ হাজার টাকা।

পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সার্জেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সার্ভিস কমিশন সার্জেন্ট পদে নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অগস্ট ২০২০। এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। শূন্যপদ ১৫। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর। শারীরিক মাপ- পুরুষ- উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৭ হতে হবে। ছাতি-৩৪ ইঞ্চি। সব ক্ষেত্রেই সংরক্ষিতদের জন্য ছাড় রয়েছে। নিয়োগ হবে কলকাতা কর্পোরেশনের অধীনে। বিস্তারিত তথ্য জানতে www.mscwb. org ওয়েবসাইটে যান।

পাশাপাশি, গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি তে৷ শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন৷ বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।

সম্পর্কিত খবর