এইচআইভি প্রতিরোধে পশ্চিমবঙ্গের সাফল্যের কথা তুলে ধরে ট্যুইট করলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হাওয়া বদলের সাথে সাথে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য বিষয় উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছিলেন। তাই তো দরিদ্র থেকে মধ্যবিত্ত মানুষের সু চিকিত্সার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছেন। যেখানে বিনামূল্যে রাজ্যের সরকারি ছাড়া বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা করার সুযোগ পান স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররা।Mamata Banerjee PTI12 1

তাই এবার 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে টুইট করে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের উন্নয়নের কথা তুলে ধরে এইডস ঠেকানোর জন্য দেশে পশ্চিমবঙ্গের স্থান প্রথম এমনটাই বলেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন রাজ্যে শিশুদের শরীরে যাতে কোনও ভাবেই এই সংক্রমণ না হয় তার জন্য মায়েদের গর্ভাবস্থা থেকেই এইডস চিকিত্সা করা হয়, এখনও অবধি 16.5 লক্ষ্য গর্ভবতী মহিলাকে এই এইডস এর চিকিত্সার সুবিধা দেওয়া হয়েছে।

যদিও এখানেই থেমে থাকেননি এইডসের সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য চিকিত্সা পরিষেবা দেওয়া হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । উল্লেখ্য রাজ্যে এইডস নিয়ে প্রিভেনশন অফ পেরেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচআইভি প্রকল্পের অধীনে সমীক্ষা চালানো হয়েছিল। আসলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিকে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় হস্ত নিয়েছিলেন।

সম্পর্কিত খবর