কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ মমতা সরকারের, বাংলাতে তৈরি হবে সবুজসাথী সাইকেল কারখানা

Bangla Hunt Desk: সবুজ সাথী প্রকল্পের হাত ধরেই বাংলায় (West bengal) সাইকেল কারখানা গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। স্কুলে যাওয়ার সুবিধার্থে বিগত বেশ কয়েক বছর ধরে সবুজ সাথী প্রকল্পের আয়ত্তায় ছাত্র ছাত্রীদের সাইকেল বিলি করছে রাজ্য সরকার। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে সেই কাজ স্থগিত রয়েছে।

সবুজ সাথীর সাইকেল
সোমবার নবান্নের এক ভার্চুয়াল বৈঠকে চার জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাইকেল (cycle) বিলি স্থগিত থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ রয়েছে। ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারছে না তো কি হয়েছে, তদের বাড়ি বাড়ি গিয়ে সাইকেল পৌঁছে দিতে হবে।

নামের তালিকা তৈরি করতে হবে
সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্পের এই সাইকেল আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র ছাত্রীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বললেন, ‘বিগত শিক্ষাবর্ষে নির্ধারিত সংখ্যাক ছাত্রছাত্রীর থেকে প্রায় ২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল কম দেওয়া হয়েছে। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষে যত সংখ্যক ছাত্রছাত্রী সবুজসাথী প্রকল্পের সাইকেল পাবে, অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে আগে থাকতেই তার লক্ষ্যমাত্রা নির্ধারন করে রাখতে হবে’।

সাইকেল কারখানা গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী এও বলেন, সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ এতদিন ধরে ভিনরাজ্য থেকে ক্রয় করে তা জুড়ে সাইকেল বানিয়ে ছাত্র ছাত্রীদের দেওয়া হয়। দেশে যে পরিমাণে সাইকেল তৈরি হয় তার সিংহভাগটাই ক্রয় করে পশ্চিমবঙ্গ। তাই এবার থেকে রাজ্যেই সাইকেল কারখানা গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলায় আমরা সাইকেল কারখানা তৈরি করতে চাই। বর্তমানে প্রতি বছর আমাদের এখানে প্রচুর পরিমাণে সাইকেলের প্রয়োজন হচ্ছে। ছাত্র ছাত্রীদের দেওয়া থেকে সাধারণ মানুষেরাও সাইকেল কিনছেন। তাই এখানেই আমরা সাইকেল কারখানা গড়তে চাইছি। এই শিল্পের ফলে কর্মসংস্থানের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর