Breaking News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে চালু হল SSKM-এর জরুরি পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জেরে জরুরি পরিষেবা চালু হল SSKM-এ। আজ দুপুর 12টা নাগাদ মুখ্যমন্ত্রী SSKM-এ যান মমতে, সেখানে তিনি নির্দেশ দেন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ-আন্দোলন তুলে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর জরুরি বিভাগ চালু হল দুপুর দুটো থেকে।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM-এ রোগীর পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে বলেন, “এরা ডাক্তার! কী ভেবেছে কী ওরা? অনেকে নাটক করছে। যারা নাটক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের বুদ্ধিতে কাজ করছে ওরা? ডাক্তারিতে হিন্দু মুসলমান হয় না।” মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই জরুরি বিভাগ চালু হয় SSKM।

   

9ea6c b18e19a7 df56 4031 85fe ff0acd31c77dযদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তুমুল প্রতিবাদ করেছে NRS এর জুনিয়ার ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন NRS-এ এসে নিঃর্শতে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। ব্যবস্থা করতে হবে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের। তারপরেই সিদ্ধান্ত নেবেন পরবর্তী কি করা উচিত!

সম্পর্কিত খবর