মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে স্লোগান ‘জয় শ্রী রাম’ রেগে গিয়ে চলতি গাড়ি থেকে নেমে পড়লেন তিনি 

 

বাংলা হান্ট ডেস্ক :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোণায় পদযাত্রায় যাওয়ার জন্য খড়গপুর থেকে গাড়িতে করে রওনা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরে পরিচিত দৃশ্য- আগে সাদা স্করপিও গাড়ি। পিছনে ছিল পুলিশের কনভয়। হঠাৎই ক্ষুব্ধ মমতা নেমে পড়লেন গাড়ি থেকে। গোটা ঘটনায় চমকে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরাই।

 

তখনও কেউ বুঝতে পারেননি ঠিক কী ঘটেছে। গাড়ি থেকে নেমে পড়েছিলেন নিরাপত্তারক্ষীরাও। হকচকিয়ে যান আশপাশের লোকজনেরাও। অভ্যাস মতোই নিরাপত্তার তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী এগিয়ে যান। তাকে বলতে শোনা যায়, ‘কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার!’

a282f 2 3

বিভিন্ন সংবাদমাধ্য়ম সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর যাত্রাপথেই কিছু যুবক দাঁড়িয়ে ছিল, হঠাৎই তারা আওয়াজ তুলছিলেন ‘জয় শ্রী রাম’। এবং তা কোনও ভাবে কানে পৌঁছয় মুখ্যমন্ত্রীর। এরপরই গাড়ি থেকে নেমে খোঁজ শুরু করেন তিনি। যদিও ওই যুবকরা চম্পট দিয়েছিল ততক্ষণে। তাঁরা গেরুয়া শিবিরের সমর্থক কিনা এটা অবশ্য জানা যায়নি যে।

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজনৈতিক মদত ছাড়া স্লোগানের সাহস দেখানো যাবে না মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে দাঁড়িয়ে।

সম্পর্কিত খবর