মমতার কাছে মাথা নিচু করবেন একাধিক মন্ত্রী, চাপে একাধিক নেতা

বাংলা হান্ট ডেস্ক: ফলপ্রকাশ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলাতে ১৮ টি আসন দখল করেছে বিজেপি। ফলাফল ঘোষণা হওয়ার পরই কার্যত কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল।
a8780 img 20190525 wa0001

সূত্র মারফত জানা গিয়েছে, আজ নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী ও পরাজিত সমস্ত প্রার্থীকেই ডাকা হয়েছে সেখানে।

সিপিএমের ভোট কেন গেরুয়া শিবিরে গেল! ধর্মীয় মেরুকরণ কিভাবে হল? এবং নেতাদের জনসংযোগ কিভাবে কমলো?এইসব বিষয় মূল্যায়ন করার জন্যই এই বৈঠক। খারাপ ফলের জন্য জেলার দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও কে বিজেপির সাথে যোগাযোগ রাখছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। এদিকে বিজেপি যে ২১শে বিধানসভা টাগ্রেট করেছে তাও নেতাদের ফের মাঠে নামার জন্য বললেন৷ কেন একাধিক মন্ত্রীর ওয়ার্ডে বিজেপি জিতলো তা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে পারে বলে মনে করা হয়ছে।

সম্পর্কিত খবর