সন্ন্যাস নেওয়ার পরেই ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে বহিষ্কার, বিতর্কিত মমতাকেই ডাক সলমনের বিগ বসে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিগ বস এবং বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সিজনই তার আগের সিজনকে বিতর্কে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ইন্ডাস্ট্রির এমন তারকাদের ডাক পড়ে শোতে যাঁদের নামের সঙ্গে জড়িয়েছে বিতর্ক। এবার গুঞ্জন, সলমনের শোয়ের জন্য নাকি প্রস্তাব গিয়েছে মমতা কুলকার্নি (Mamta Kulkarni) ওরফে মমতানন্দ গিরির কাছে। চলতি বছরের শুরুতেই মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। তাঁর ‘মহামণ্ডলেশ্বর’ পদ গ্রহণ নিয়েও মাথাচাড়া দিয়েছিল বিতর্ক।

বিগ বসে ডাক পাওয়ার গুঞ্জন মমতার (Mamta Kulkarni)

বিনোদুনিয়ায় তীব্র গুঞ্জন, বিগ বস ১৯ এর জন্য নাকি ডাক পেয়েছেন মমতা (Mamta Kulkarni)। তাঁকে ঘিরে বিতর্কের জেরেই নাকি বিগ বসে অংশগ্রহণের জন্য প্রস্তাব পেয়েছেন প্রাক্তন অভিনেত্রী। না, এ বিষয়ে মমতা বা শোয়ের নির্মাতাদের তরফে কোনো মন্তব্য করা হয়নি এখনো পর্যন্ত। তাই জল্পনাও রয়েছে অব্যাহত।

Mamta kulkarni reportedly got proposal from bigg boss

জনপ্রিয় ছিলেন একসময়: একটা সময় বলিউডের খ্যাতনামা নায়িকাদের মধ্যে একজন ছিলেন মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সাহসী দৃশ্যে অভিনয় করে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। তাঁর সৌন্দর্য, আবেদনময়ী ভাবভঙ্গিরও ভক্ত ছিল প্রচুর। তবে অচিরেই সুখ্যাতি বদলে যায় বদ নামে। এমনকি অন্ধকার জগতের সঙ্গেও তাঁর যোগসূত্র ছিল বলে শোনা যায়।

আরো পড়ুন : চেনাব ব্রিজ আসলে মমতার কৃতিত্ব! ভাগ বসাচ্ছেন মোদী? বিষ্ফোরক দাবি তৃণমূল সাংসদের

সন্ন্যাস নিতেই বিতর্ক: দীর্ঘদিন অভিনয় ক্যামেরা থেকে দূরে থাকার পর চলতি বছর আবারও নজর কেড়ে নেন মমতা। মহাকুম্ভে গিয়ে কিন্নড় আখড়ার মহামণ্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন তিনি। গেরুয়া পোশাক, খোলা চুলে সন্ন্যাস গ্রহণ করেন মমতা (Mamta Kulkarni)। নতুন নাম হয় মমতানন্দ।

আরো পড়ুন : কেষ্টর ছবিতে জুতোর মালা, অনুব্রতকে ঘিরে ধরল মহিলা সমিতি, তারপর…! তোলপাড় কাণ্ড হাওড়ায়

এদিকে তাঁর মহামণ্ডলেশ্বর পদ নিয়ে শুরু হয় বিতর্ক। বিভিন্ন হিন্দু সংগঠনের তীব্র প্রতিবাদের জেরে অচিরেই ওই পদ থেকে বহিষ্কৃত হন মমতা। এবার তিনিই নাকি ডাক পেয়েছেন বিগ বস থেকে। গুঞ্জন সত্যি হলে তিনি শোতে অংশ নেবেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।