ভয়ঙ্কর! সাতসকালে পাঁচিল টপকে সিংহের খাঁচায় ধুকে পড়লো ব্যক্তি, হুলস্থুল কাণ্ড আলিপুর চড়িয়াখানায়

১৯৯৬-এ আলিপুর চিড়িয়াখানাতেই ( Alipur Zoo ) রয়্যাল বেঙ্গলের ( Royal Bengal Tiger ) খাঁচায় ঢুকে বাঘিনী ‘শিবা’কে মালা পরানোর চেষ্টা করেছিলেন এক যুবক। তারপরেই চিড়িয়াখনায় বাড়ানো হয়েছিল নিরাপত্তা। তবে আবারও সেই একইরকম ঘটনার পুনরাবৃত্তি।

   

আজ অর্থাৎ শুক্রবার সাতসকালে দর্শক বেশে চিড়িয়াখানায় ঢোকা এক বছর ৪৫-র ব্যক্তি লাফিয়ে পড়েন সিংহের খাঁচায় ( Lions enclosure )। যা দেখে সিংহ প্রথমে হতচকিয়ে গেলেও পরে পরিস্থিতি বেগতিক বুঝে সে ঝাঁপিয়ে পড়ে গেরুয়া পোশাকধারী ওই ব্যক্তিটির উপর। ততক্ষণে বিষয়টি চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীদের দৃষ্টিগোচর হয়। তাদের তৎপরতায় আহত অবস্থায় উদ্ধার করা হয় সাধু বেশে সিংহের মুখে লাফিয়ে পড়া ওই ব্যক্তিটি।

ইতিমধ্যেই তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ( SSKM Hospital )। ব্যক্তিটির মানসিক ভারসাম্যতা নিয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও, পুলিশের তরফে এটি জানানো হয় যে, আহত ব্যক্তিটির নাম গৌতম গুছাইত। হটাৎই খাঁচায় ঢুকে পড়াতে সিংহটি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যার ফলে ব্যক্তির শরীরে সিংহের থাবা লেগেছে।

Lions

নব্বইয়ের দশকের বাঘিনী ‘শিবার’ গলায় মালা পরানোর চেষ্টার পর থেকে আলিপুর চড়িয়াখানাতে নিরাপত্তার মাত্রা অনেকাংশে বাড়ানো হয়েছে। এমনকি লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। তাই এমন নিরাপত্তার মধ্যেও গৌতম কিভাবে সিংহের খাঁচায় ঢুকে পড়ল! তাতে চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে দিল্লির চিড়িয়াখানায় বাঘের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। সেই সময় বাঘের খাঁচায় লাফিয়ে নিজেই ঢুকে পড়েছিলেন বছর ২০-র এক যুবক। যার পরিণতি যুবককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবে পরে জানা যায়, যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

সম্পর্কিত খবর