পুলিশের সামনে ‘পাদ” দিয়ে বিপাকে ব্যক্তি, দিতে হল ৯ হাজার টাকা জরিমানা

বাংলা হান্ট ডেস্কঃ সুদূর অস্ট্রিয়া (Austria) থেকে এমন এক মামলা সামনে আসছে, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সেখানে এক ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তাঁর অপরাধ ছিল, সে কর্তব্যরত পুলিশের সামনেই ‘পাদ” (Fart) দিয়ে ফেলেছিলেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, ওই ব্যক্তি অস্ট্রিয়ার ভিয়েনা শহরের একটি পার্কে নিজের বন্ধুদের সঙ্গে বসেছিলেন। সেই সময় এক পুলিশকর্মী রুটিন চেকিংয়ের জন্য সেখানে পৌঁছে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। আর সেই সময় ওই ব্যক্তি পাদ দিয়ে ফেলেন।

ডেলি মেলের রিপোর্ট অনুযায়ী, পুলিশকে দেখে ওই ব্যক্তি পার্কের বেঞ্চে দাঁড়িয়ে পড়েন আর এরপর ইচ্ছে করে পাদ দেন। এরপর পুলিশকর্মী ওই ব্যক্তির বিরুদ্ধে অভদ্রতার মামলা দায়ের করে জরিমানা করেন।

এরপর অভিযুক্ত ব্যক্তি জরিমানার বিরুদ্ধে অস্ট্রিয়ার আদলতে মামলা দায়ের করেন। সেখানে তিনি যুক্তি দেন যে, পেট ফুলে যাওয়া আর গ্যাস বের হওয়া প্রাকৃতিক বিষয়। আর যদিও তিনি সেটি ইচ্ছে করেই করে থাকেন, তাহলে ব্যক্তি স্বাধীনতা আর মৌলিক অধিকার হিসেবে তাঁর অপরাধ মাফ করে দেওয়া উচিৎ।

জুন ২০২০ সালে এই ঘটনা ঘটেছিল। এরপর এই মামলা অনেক মাস আদালতে চলে। সবশেষে আজ আদালত রায় ঘোষণা করে। আদালত নিজের রায়ে অভিযুক্তকে কিছুটা স্বস্তি দিয়ে জরিমানার রাশি ৫০০ ইউরো থেকে কমিয়ে ১০০ ইউরো করে। যার ভারতীয় মূল্য ৯ হাজার টাকার মতো।

এই সিদ্ধান্ত আদালত ওই ব্যক্তির আর্থিক অবস্থা আর বিগত কোনও অপরাধীক রেকর্ড না থাকার কারণে নেয়। নিজের সিদ্ধান্তে বিচারক এও জানান যে, গ্যাস ছাড়া যদি সামাজিক দিক থেকে স্বীকার করে নেওয়া হয়, তবুও ব্যক্তি স্বাধীনতার নামে শালীনতার সীমা লঙ্ঘন করার বরদাস্ত করা যায় না।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর