খাঁচায় নেমে ভাল্লুককে ডুবিয়ে মারার চেষ্টা করল মাতাল! তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিওতে

বাংলা হান্ট ডেস্কঃ পোল্যান্ডের (Poland) একটি চিরিয়াখানায় (Zoo) তখন হাঙ্গামা হয়ে যায় যখন এক মাতাল এক ভাল্লুকের (Bear) খাচার ভিতর ঢুকে তাঁকে ডুবিয়ে মারার চেষ্টা করে। যদিও শক্তিশালী ভাল্লুকের কোন খতিই করতে পারে না ওই মাতাল, উল্টে মাতালই ভাল্লুকের মারে আহত হয়ে পড়ে। চিড়িয়াখানায় উপস্থিত মানুষেরা এই ঘটনার ভিডিও (Video) বানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছেড়ে দেয়।

দ্য ইন্ডিপেনডেন্ট অনুযায়ী, বারসা’র একটি চিড়িয়াখানায় নেশায় মত্ত এক ২৩ বছর বয়সী যুবক ভাল্লুকের খাঁচায় লাফ দেয়। ওই যুবক শুধু খাঁচায় নেমেই শান্ত থাকেনি, রীতিমত ভাল্লুকের পিছনে পিছনে গিয়ে জলে ডুবিয়ে মারারও চেষ্টা করেছিল।

যদিও ভাল্লুক মানুষের থেকে বেশি শক্তিশালী হয়, আর সেই কারণে ওই যুবকের প্রয়াস ব্যর্থ হয়ে যায় এবং ভাল্লুকের মারে ব্যাপক ভাবে আহতও হয়ে পড়ে। পরে উদ্ধারকার্য চালিয়ে চিড়িয়াখানার কর্মীরা ওই যুবককে ভাল্লুকের খাঁচা থেকে বের করে।

এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়া পর সবাই খাঁচায় ঢোকা ওই যুবকের কড়া শাস্তির দাবি জানায়। আপনাদের জানিয়ে দিই, ওই ব্যাক্তি যেই ভাল্লুকের খাঁচায় নেমছিল, সেই ভাল্লুকটি বাচ্চা ছিল। আর এই কারণে ওই ব্যাক্তি এই যাত্রায় প্রাণে রক্ষা পায়।

যদি ওই ভাল্লুক বাচ্চা না হয়ে, পূর্ণবয়স্ক হত তাহলে ওই মাতাল যুবক আর বেঁচে ফিরতে পারত না। জানা যায় ওই ভাল্লুকের নাম সবীনা। একটি সার্কাস থেকে তাঁকে উদ্ধার করে ওই চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল। চিড়িয়াখানার কর্মীরা জানান যে, এই হামলার ফলে সবীনা আতঙ্কের মধ্যে পড়ে যায়।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর