হেলমেট ছাড়া বুলেট চালাচ্ছে দেখে চালান কাটতে যায় পুলিশ, তারপর যা হল … দেখে হেসে পাগল হবেন

বাংলাহান্ট ডেস্ক: উদ্ভাবনের দিক থেকে ভারতীয়দের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। তাঁরা এমন এক একটি জিনিস বানিয়ে ফেলেন যা সত্যিই অবাক করে দেয়। এমনই একটি অদ্ভুত দেখতে জিনিস বানিয়ে শুধু সাধারণ মানুষই নয়, পুলিশকেও অবাক করে দিয়েছেন এক ব্যক্তি। তাঁর এই অদ্ভুত দর্শন জিনিস দেখে নেটিজেনদের মত, ‘সখ থাকলে মানুষ কী না করতে পারে।”

   

অধিকাংশ ভারতীয়েরই একটি বাইক কেনার সখ থাকে। কারও পছন্দ হয় স্পোর্টস বাইক তো কারও অন্য ধরনের। তবে বাইক প্রেমীদের সব থেকে পছন্দের বাইক হল রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট। প্রত্যেক ভারতীয়ই স্বপ্ন দেখেন, তাঁর গ্যারেজে একদিন একটি বুলেট বাইক থাকবে। কিন্তু এই বাইকের দাম অনেক। তাই সকলের সাধ্য হয় না এই বাইক কেনার। 

bullet cycle viral

তাই পাঞ্জাবের এক ব্যক্তি একটি অনন্য উপায় বের করলেন। তাঁরও সখ ছিল বুলেট কেনার। কিন্তু সামর্থের বাইরে ছিল। এ বার সখ তো কোনও বাঁধা মানে না। তাই তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন একটি বুলেট বাইক তৈরি করার। কিন্তু বাইক তৈরি করতে তিনি তো জানেন না! এছাড়াও বাইক চালাতে লাইসেন্সেরও প্রয়োজন। তাই তিনি ভাবলেন এমন একটি উপায় যাতে লাইসেন্সও লাগবে না আবার সখও পূরণ হবে।

যেমন ভাবা, তেমন কাজ। বুলেটের বিভিন্ন যন্ত্রাংশ জোগাড় করে তিনি তৈরি করে ফেললেন ‘বুলেট সাইকেল’। এটিকে দেখতে আদ্যপ্রান্ত একটি বুলেটের মতোই। কিন্তু এতে কোনও ইঞ্জিন নেই। নিজের সাইকেলকেই একটি বুলেটে রূপান্তরিত করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

bullet cycle viral

তাতে দেখা যাচ্ছে, একটি চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন পাঞ্জাব পুলিশের কয়েকজন কর্মী। দূর থেকে ওই ব্যক্তি তাঁর ‘বুলেট সাইকেল’চালিয়ে আসছেন। দূর থেকে দেখে সত্যিই বোঝার উপায় নেই যে সেটি আদৌ একটি সত্যিকারের বুলেট বাইক নয়। তাঁর মাথায় হেলমেট না থাকায় তাঁকে থামান পুলিশকর্মীরা। বুলেট সাইকেলের চাবিও নিয়ে নেন তাঁরা। কিন্তু একটু ভাল করে দেখতেই ভুল ভাঙে পুলিশকর্মীদের।

এ যে একটি সাইকেল! বুলেটের কোনও ইঞ্জিনই নেই এতে। আসলে কোনও বাইকই নয়। রয়্যাল এনফিল্ড বুলেটের কয়েকটি অংশ দিয়ে এমন এক সাইকেল তৈরি করে বেরিয়ে পড়েছেন ওই ব্যক্তি। সাইকেল চালাতে যেহেতু হেলমেট পরার আইন নেই, তাই ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ। এই কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘পুলিশের সঙ্গে এত বড় ধোকা!’ তো কেউ আবার বলছেন, ‘আমারও হাজার টাকার বুলেট চাই।’ মোটের উপর এই ঘটনা এখন ভাইরাল।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর