অবিকল মান্না দে এর কন্ঠে গান গেয়ে ভাইরাল হলেন প্রৌঢ়

বাংলাহান্ট ডেস্কঃ রানাঘাটের রানু মন্ডল এই নামটি শোনে নি এমন নেটিজেন বোধ হয় ভারতে নেই। রানাঘাটের স্টেশন চত্বরে থাকা রানু মন্ডল লতা মঙ্গেশকরের গলায় গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। উশকো খুশকো চুলের সেই রানু মন্ডল পরবর্তীকালে গান গেয়েছিল হিমেশ বলিউডের রেশমিয়ার সাথেও।

এবার অবিকল মান্না দে এর কন্ঠে গান গেয়ে ভাইরাল হলেন এক প্রৌঢ়। বাজারে তিনি অবিকল মান্না দে এর কন্ঠে গাইছেন স্বর্ণ যুগের গান ‘ এ নদী এমন নদী’ । খালি গলায় এই গান রীতিমতো আন্দোলিত করেছে বাঙালি নস্টালজিয়াকে। মান্না দে এর এই গানটি অনেক বাঙালির হৃদয়ের খুব কাছে। স্মৃতি উস্কে দেওয়া এই গানেই মজেছে নেট দুনিয়া।

https://www.facebook.com/429958907565858/videos/493268511548977/

তাঁকে যে খুব একটা অনুরোধ করতে হয়েছে এমন নয় ৷ খানিক অনুরোধেই মনে আনন্দে গান গাইতে দেখা যায় তাকে ৷ গান শেষে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাজারে উপস্থিত লোকেরাও ৷ প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়াতেও।  সেই গানের ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ার যাবতীয় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে ৷

i love raiganj ( আই লাভ রায়গঞ্জ ) নামের একটি ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ক্যাপশন “আমাদের রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে হঠাত এক শিল্পীর সন্ধান পেলাম.” যা ইতিমধ্যে শেয়ার হয়েছে ১৫ হাজারের কাছাকাছি। মূল ভিডিওটি ছেড়েছেন মনতোষ চাকলাদার নামের একটি নেটিজেন। শেয়ার হয়েছে ১৫ হাজারের কাছা কাছি।কমেন্ট করেছেন ৯০০ জনের বেশী নেটিজেন।

সম্পর্কিত খবর