চটি দিয়ে মণ্ডপসজ্জা! দমদম পার্কের থিম নিয়ে বিরোধিতায় নামল বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। করোনা আবহেই বিধি নিষেধ মান্য করেই চলছে পুজোর হুল্লোড়। তবে এসবের মধ্যে সংবাদ শিরোনামে উঠল দমদম পার্ক ভারতচক্র (Dumdum Park Bharat Chakra)। তেভাগা আন্দোলন থেকে শুরু করে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং বর্তমান সময়ের কৃষক আন্দোলন, সবকিছুই ফুটে উঠেছে তাঁদের মন্ডপ সজ্জায়। বাদ যায়নি উত্তরপ্রদেশের লখিমপুরে সাম্প্রতিক দুর্ঘটনাও।

দেশের চলতে থাকা বিভিন্ন সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলতে মন্ডপে ব্যবহার করা হয়েছে অসংখ্য চটি। কোথাও পড়ে আছে জীর্ণ ছেড়া চটি, আবার কোথাও প্যাণ্ডেলের দেওয়ালে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে চটি। আর এই বিষয়ই শুরু হয়েছে জোর বিতর্ক।

bharat chakra.jpg1

এবিষয়ে বিজেপি নেতা প্রলয় পাল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা ধুমধামের সঙ্গে দুর্গা পুজো পালন করে আসছেন। আর সেখানে এভাবে জুতো দিয়ে প্যান্ডেল করাকে, হিন্দু ধর্মের অপমান বলে মনে করা হচ্ছে। এভাবে দেখা যাবে আগামী দিনে দিদিমণির আরও অনেক পছন্দের জিনিস দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি নষ্ট হচ্ছে। এভাবে চললে, ধর্ম কিভাবে রক্ষা পাবে? প্রয়োজনে এই বিষয়ে প্রতিবাদ করে লিখিত জানাব’।

Dum Dum Park Durga Puja Theme 1024x512 1

তবে এবিষয়ে ভারত চক্রের সদস্য দেবশঙ্কর সে জানিয়েছেন, ‘সবসময় সাম্প্রতিক ঘটনা বা সমস্যাকে তুলে ধরার চেষ্টা করে দমদম পার্ক। অতীত এবং বর্তমানে কিছু ঘটনাই আমাদের থিম। তবে মন্ডপের মধ্যে কোন চটি নেই, ভেতরে প্রবেশের রাস্তাটা সাজানো হয়েছে চটি দিয়ে। একটি প্রতীকী বিষয় হিসেবে ব্যবহার করা হয়ছে। গত ২১ বছর ধরে পুজো করছি আমরা। এখানে সকলের আবেগের কথা মাথায় রেখেই থিম ভাবা হয়েছে। রাজনীতির সঙ্গে জড়িত বা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়’।

bharat chakra1

এই মন্ডপে ধানক্ষেতে বাটনাবাটা শিলের উপর মধ্যে মাতৃকা রূপে বসে আছেন দেবী দুর্গা। পূর্বে কিংবা চলতে থাকা বিভিন্ন আন্দোলনের বার্তা দেওয়ার পাশাপাশি প্রধান গেটে রাখা আছে একটি ডানাওয়ালা ট্রাক্টরও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর