টাইমলাইনপশ্চিমবঙ্গরাজনীতি

পুলিশের গাড়িতেই পড়লেন ছিটকে, মুখে-বুকে আঘাত! আহত নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত মানিক

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) আহত হলেন আদালত থেকে জেলে ফেরার সময়। আদালত থেকে বেরিয়ে মানিক বাবু মঙ্গলবার বিকেলে উঠে বসেন প্রিজন ভ্যানে। তিনি আহত হন প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) যাওয়ার পথেই।

crockex

জানা গিয়েছে, তার আঘাত লেগেছে মুখে, বুকে ও মাথায়। তবে এখনও স্পষ্ট নয় এই আঘাত কতটা গুরুতর। আজ সকাল থেকেই মানিক বাবুকে দেখা যায় মেজাজ হারাতে। এদিন দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তিনি সরব হয়েছেন। সূত্রের খবর, প্রিজন ভ্যান করে মানিক বাবু যখন প্রেসিডেন্সি জেলে ফিরছিলেন তখন রাস্তায় হটাৎ একটি গাড়ি তার ভ্যানের সামনে এসে যায়।

এরফলে আচমকা ব্রেক কষতে বাধ্য হন মানিক বাবুর ভ্যানের চালক। মানিক ভট্টাচার্য মুখ থুবড়ে পড়ে যান ভ্যানের মধ্যেই। এরফলে আঘাত লাগে মানিক বাবুর একাধিক জায়গায়। এরপর তার সম্মতি নিয়েই প্রিজন ভ্যান পৌঁছে যায় জেলে। জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এরপর। আপাতত সেখানেই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করছেন।

manik

ইতিমধ্যেই প্রাপ্ত সংবাদ অনুযায়ী, পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা সেই নিয়েও আলোচনা চলছে জেলে। আজ মানিক ভট্টাচার্য আদালতে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে। ক্ষোভ উগরে তিনি বলেন, “যাঁরা বলছেন, তাঁরা আমায় ফাঁসি দিয়ে দিক। আমি কারাগারে জ্বলে পুড়ে যাচ্ছি।” এছাড়াও এদিন তিনি দাবি করেন পাসপোর্ট নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে ।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker