বাড়িতে, ফ্ল্যাটে ঝুলছে তালা! আচমকাই উধাও মানিক ভট্টাচার্য! কড়া পদক্ষেপের পথে ED

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই বেপাত্তা মানিক ভট্টাচার্য। যাদবপুরের ফ্ল্যাট, নদিয়ার বাড়িতে মানিক ভট্টাচার্যের সন্ধান পাচ্ছেন না ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর কর্তারা। তাই এবার আইনি পরামর্শ নিতে কলকাতা হাইকোর্টে গেলো ইডি। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আইনজীবীদের সাথে আলোচনার চালাচ্ছেন ই ডি আধিকারিকেরা। সূত্রের খবর মানিক ভট্টাচার্যের পলায়নের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তারা।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তদন্তের স্বার্থে একাধিকবার মানিক ভট্টাচার্যকে তলব করেছিল ইডি। কিন্তু তৃণমূলের অন্যান্য নেতাদের মতই নানা বাহানা দেখিয়ে বারবার ই ডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন তিনি। মাত্র একবার হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য।

সম্প্রতি যাদবপুরের ফ্ল্যাটে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও তাকে খুঁজে পাননি ই ডি আধিকারিকেরা। গত প্রায় এক মাস ধরে এই বাড়িতে তালা ঝুলছে। পাশাপাশি অভিযোগ, মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি মোবাইল সুইচড অফ করে রেখে দিয়েছেন। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আইনজীবীদের সাথে পরামর্শ করতে গেলেন ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হতে পারে।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ তার স্ত্রী ছেলে-মেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজনদের সম্পত্তির হিসাব জমা দিতে বলেন। এরপর থেকেই তদন্তে অসহযোগিতা করছেন মানিক ভট্টাচার্য। লুক আউট নোটিশ জারি করা হলে মানিক ভট্টাচার্যের এইভাবে পলায়ন কত দিন সম্ভব হয় এখন সেটাই দেখার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর