‘আশা করবো তৃণমূলে গিয়েও মণীশের জন্য লড়াই চালাবেন’, অর্জুন প্রসঙ্গে পুত্রহারা বাবা

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা মণীশ শুক্লার মৃত্যুর ঘটনা নিশ্চয়ই মনে আছে! বিজেপি কর্মীর মৃত্যুর পর তাকে খুনের ষড়যন্ত্র করার কারণে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে কিভাবে সরব হন অর্জুন সিং সহ গোটা বিজেপি দল, সেই ঘটনার সাক্ষী থেকেছিলো সকল বঙ্গবাসী। মণীশের মৃত্যুর বিচার চেয়ে এতদিন পর্যন্ত তৃণমূল দলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন সাংসদ অর্জুন সিং, তবে বর্তমানে ঘাসফুল শিবিরে যোগদানের পরে সেই সংগ্রামের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে সন্দিহান সকলে। আর এ ব্যাপারে অবশেষে মুখ খুললেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা।

   

প্রসঙ্গত, 2020 সালের অক্টোবর মাসে ব্যারাকপুরে  রাস্তার মধ্যেই দুষ্কৃতীরা বিজেপি নেতা মণীশকে খুন করে পালায়। গুলিবিদ্ধ হয়ে তার খুনের মামলায় সেই সময় শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে পথে নামে বিজেপি দল এবং চন্দ্রমণি শুক্লা। এরপর বেশ কিছুটা সময় ধরে সেই সংগ্রামের একদম প্রথম সারিতে থেকে লড়াই করতে দেখা যায় তৎকালীন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে।

তবে এরপর বহু দিন কেটে গেলেও সেই মামলা কোন রকম অগ্রগতির সাক্ষী থাকে না। এর মধ্যে আবার গতকাল বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দেন অর্জুন। তবে কি তাঁর ছেলের মামলা ক্রমশ ধামাচাপা করতে চলেছে? এই প্রশ্নের জবাবে অবশেষে এদিন মুখ খুললেন মণীশ শুক্লার পিতা।

তিনি বলেন, “অর্জুন সিংয়ের সঙ্গে আমার পরিবারিক সম্পর্ক রয়েছে। তবে বর্তমানে ওর যেটা ঠিক মনে হয়েছে, সেদিকেই অগ্রসর হয়েছে। তবে আমি আমার ছেলের জন্য লড়াই চালিয়ে যাব। আমি আশা করব অর্জুন তৃণমূলে গিয়ে সেখান থেকেই আমার ছেলের জন্য লড়াই করবে।” এরপর তিনি তাঁর দলবদল প্রসঙ্গে জল্পনা দূর করে বলেন, “আমি বিজেপিতে ছিলাম আর বিজেপিতেই থাকবো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর