ফলাফল যাই-ই হোক না কেন বিজেপির জেলা সভাপতি হিসাবে আমিই তার জন্য দায়ী থাকব ঃ মনোজ তিওয়ারি

শান্তি পুর্ন ভাবে ভোট পর্ব মিটে গেলেও মঙ্গলবার সকাল থেকেই শুরু হোয়ারর কথা ছিলো ভোট গননা, আর সেই মতন সকাল থেকেই চলছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগণনা। নের মতেই এবার ক্কমতায় আবার আসতে পারে আম আদমি পার্টি। আর  সকাল ১১ টা অবধি দেখা ট্রেন্ড অনুযায়ী দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি ৫২টি আসনে এগিয়ে আছে।

আর সেই জায়গায় দাড়িয়ে বিজেপি মাত্র ১৮টি আসনে এগিয়ে আছে, এক কথায় বলা যেতে পারে হাওয়া কোনদিকে এগোচ্ছে তা কিছুটা হলেও বোঝা গেছিলো ।দিল্লির ক্ষমতাসীন দল আপ ৫০ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, আবার অপরদিকে শক্তিশালি দল বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৫ টি আসনে। এই নিয়ে অবশ্য প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুড়ী বলেন, “পাঁচ বছর ধরে কেজরিওয়াল কিছু কাজ করেননি তবে শেষে তিনি ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সুবিধা পেতে পারেন” ।

 

delhi

 

কিছুদিন আগেও  কিন্তু এতো সব কিছুর পরেও আপের পাল্লা ভারি হওয়ায় সকাল থেকে মন্দির যেতে শুরু করেন আপের নেতারা। পুজো দিয়ে মিস্টি খাওয়ার পর্ব চলছে। কিন্তু এসবের মধ্যেও কোথাও হাল ছাড়েনি বিজেপি তাদের এখনও  বিশ্বাস এবার ক্ষমতায় তারা এলেও আসতে পারে। এই বিষয়ে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি জানান, “ট্রেন্ড দেখে একথা স্পষ্ট যে আপ এবং বিজেপির মধ্যে একটা বিস্তর ফারাক আছে।

তবুও এখনও সময় আছে। আমরা আশাবাদী। ফলাফল যাই-ই হোক না কেন বিজেপির জেলা সভাপতি হিসাবে আমিই তার জন্য দায়ী থাকব।” এমন কি তিনি বলেন ২০১৫ বিধানসভা নির্বাচনে ৭০ এর মধ্যে ৬৭ টি আসনে জিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টি সেই প্রসঙ্গে তিনি বলেন “ওনারা অকারণে ইভিএম-এ গলতি এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলছে”। আর  সব মিলিয়ে এখন রাজনৈতিক পরিস্থিতি গরম হতে বসেছে ।

 

সম্পর্কিত খবর