Manu Bhaker: পদকজয়ী মনু ভাকেরের মুখে অমিতাভের ছবির ডায়লগ, ‘বলিউডে আসছেন?’ অবাক নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক : কউন বনেগা ক্রোড়পতি শোতে এবার বিশেষ আকর্ষণ মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিকসে জোড়া পদকজয়ী শুটার এবার বসতে চলেছেন অমিতাভ বচ্চনের সামনে হট সিটে। খুব শীঘ্রই ‘জিত কা জশন’ নামে স্পেশ্যাল এপিসোডে আসতে চলেছেন অলিম্পিকের দুই পদকজয়ী মনু ভাকের (Manu Bhaker) এবং আমান সেহরাওয়াত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়ের প্রোমো।

 অমিতাভের ছবির সংলাপ বললেন মনু (Manu Bhaker)

কেবিসির যে প্রোমো ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে মনু ভাকেরকে (Manu Bhaker) দেখা যায় বিগ বির ছবির জনপ্রিয় সংলাপ বলতে। গোলাপি শাড়িতে অপরূপা দেখাচ্ছিল মনুকে (Manu Bhaker)। হট সিটে বসে অমিতাভকে বলতে শোনা যায় তাঁকে, ‘আমি আপনার ওটা মুখস্থ করেছিলাম, যখন অনেক বছর আগে আপনার ছবি দেখেছিলাম। আমি কি বলব?’। তাঁর কথা বুঝতে না পেরে বিগ বি বলে ওঠেন, ‘ভালো কথা হলে বলে দেবেন’।

   

আরো পড়ুন : Sayantika Banerjee: ‘কানের পর্দা ঠিক আছে তো?’, নিজের ছবির গান গেয়ে শ্রোতাদের প্রশ্ন সায়ন্তিকার… কিন্তু কেন?

বলিউডে ডেবিউ করতে চলেছেন শুটার

মনু (Manu Bhaker) এর পরেই অমিতাভকে চমকে দিয়ে বলে ওঠেন তাঁর ‘মহব্বতে’ ছবির আইকনিক সংলাপ, ‘পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন’। তাঁর সংলাপ বলা শেষ হতেই গর্বিত স্বরে অমিতাভ বলে ওঠেন, ‘এটা আমার ছবির সংলাপ’। প্রোমো ভিডিওটি দেখে মনুর (Manu Bhaker) প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘কণ্ঠস্বরও খুব সুন্দর’। আবার কেউ কেউ প্রশ্ন করেছেন, মনু কি তবে এবার বলিউডে নামার প্রস্তুতি নিচ্ছেন?

আরো পড়ুন : Shatrughan Sinha: স্টারডম নিয়ে রেষারেষি, সম্পর্ক ঠেকেছিল তলানিতে, অমিতাভের জন্য কী হাল হয়েছিল শত্রুঘ্নর!

প্রসঙ্গত, হিন্দি নন ফিকশন শো গুলির মধ্যে ‘কউন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসি। দীর্ঘ সময় ধরে হিন্দি টেলিভিশন চলে আসছে এই শো। এই লম্বা সময়ের মধ্যে একাধিকবার বদল হয়েছে কেবিসি সঞ্চালক। তবে অন্য সকলকে পেছনে ফেলে সবথেকে জনপ্রিয়তা এবং ভালোবাসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন।

Manu Bhaker

অগাস্ট মাসেই শুরু হয়েছিল কেবিসির নতুন সিজন। দেখতে দেখতে তা শেষের পথেও। আর এবার কেবিসির ১৬ তম সিজনের শেষে বড় চমক দিল মনু ভাকের এর এপিসোড।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর