হাওড়া শিয়ালদহে বাতিল অগণিত লোকাল ট্রেন, ভয়াবহ দুর্ভোগে নিত্যযাত্রীরা, রইল বাতিল ট্রেনের তালিকা

বাংলাহান্ট ডেস্ক : রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর এবং থার্ড লাইন সম্প্রসারণের জন্য বেশ ২৭ মে থেকে ২৯ মে সম্পুর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। আর এর জেরেই বাতিল হচ্ছে অগণিত লোকাল ট্রেন (Indian Railways)। ব্যান্ডেল স্টেশনে বিগত সপ্তাহ দুয়েক ধরে কাজ চললেও এতদিন অবধি আংশিক সময়ই বন্ধ থাকছিল রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আগামী কাল থেকে ৭২ ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে এই স্টেশন। গত সপ্তাহেই এই সংক্রান্ত নোটিশ জারি করেছিল পূর্ব রেল। ব্যান্ডেলের মতন ব্যস্ত একটি স্টেশন এই দীর্ঘ সময় বন্ধ থাকায় যে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হতে চলেছে যাত্রীদের তা বলাও বাহুল্য।

আগামীকাল অর্থাৎ ২৭ মে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১টা ৩৩, দুপুর ১২টা ৩০ এবং বেলা ১২টা ১০ মিনিটে। বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন ছাড়বে ছাড়বে দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে।কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য শেষ ইএমইউ লোকাল ছাড়বে সকাল ১১টা ১০ মিনিটে এবং দুপুর ১টা ৩০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়া ও নৈহাটির জন্য লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে। হাওড়া ও মেমারির মধ্যে চারটি ইএমইউ লোকাল, শিয়ালদহ-বর্ধমান এবং শিয়ালদহ-কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল বাতিল। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।

২৮ ও ২৯ মে ব্যান্ডেলে সমস্ত সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। আবার ৩০ মে অর্থাৎ সোমবার, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য প্রথম লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টা ২০ এবং ২টা ৩০ মিনিটে। বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য প্রথম লোকাল যথাক্রমে ছাড়বে দুপুর ২টা ৪০, ২টা ৪৫ এবং ৩টে ১০ মিনিটে। কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে। ব্যান্ডেল থেকে কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল ছাড়বে যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে। বাতিল করা হয়েছে হাওড়া ও মেমারির মধ্যেকার চারটি ইএমইউ লোকাল, শিয়ালদহ বর্ধমান এবং শিয়ালদহ কাটোয়া লাইনের এক জোড়া ইএমইউ লোকাল বাতিল। বাতিল করা হয়েছে শিয়ালদহ এবং জঙ্গিপুর লাইনের এক জোড়া মেমুও।

প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন ব্যান্ডেল স্টেশন দিয়ে। নৈহাটি, বর্ধমান এবং কাটোয়া তিনটি লাইনই এসে যুক্ত হয় ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটি আধুনিকিকরণ করে স্থানান্তরিত করার কাজের ফলেই এই প্রবল অসুবিধার মুখে পড়তে চলেছেন বিপুল পরিমাণ মানুষ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর