স্কুলে প্রার্থনা চলাকালীন এক সাথে জ্ঞান হারালেন ১৭ জন ছাত্রী, চাঞ্চল্য বীরভূমের স্কুলে

বাংলাহান্ট ডেস্ক : স্কুলে অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল প্রার্থনা সংগীত। এরই মধ্যে হঠাৎ দেখা দিল বিপত্তি। এক এক করে সংজ্ঞাহীন হয়ে পড়লেন ১৭ জন ছাত্রী। বীরভূমের লাভপুর থানার হাতিয়া উচ্চ বিদ্যালয়ের এই ঘটনাটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঠিক কি কারনে এই ১৭ জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়লেন।

ঘটনাটি গত শুক্রবার সকালের। নিয়ম মেনে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত হাতিয়া উচ্চ বিদ্যালয় ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা সঙ্গীতের আয়োজন করা হয়। স্কুলের সকল ছাত্রী জড়ো হয় প্রার্থনা সংগীতের জন্য। এরপর প্রার্থনা সংগীত শুরু হলে প্রথমে একজন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে দেখাদেখি অজ্ঞান হয়ে যায় আরো ১৬ জন ছাত্রী।

স্কুলের প্রার্থনা সংগীত চলাকালীন মোট ১৭ জন ছাত্রীর এইরকম আকস্মিক অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর অসুস্থ ছাত্রীদের ভর্তি করা হয় লাভপুর গ্রামীণ হাসপাতাল ও সিউড়ি মহকুমা হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কি কারনে এই ১৭ জন ছাত্রী একই সাথে জ্ঞান হারালেন তা এখনো পরিষ্কার নয়।

school students

যদিও, আশেপাশে কোন কল কারখানা না থাকায় রাসায়নিক বিক্রিয়ারও সম্ভাবনা নেই। তবে চিকিৎসকরা মনে করছেন যে ছাত্রীরা অজ্ঞান হয়েছেন তারা হিস্টিরিয়ায় আক্রান্ত। হিস্টিরিয়ায় আক্রান্তরা কোনো কারণে ভয় পেলে তারা নিজেদের আর নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে যখন একজন ছাত্রী অজ্ঞান হয় বাকিরাও তাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর