উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা! দেখে নিন তাঁর রাজনৈতিক জীবনের যাত্রাপথ

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাষ্ট্রপতি (President) এবং উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচন আসন্ন। লোকসভা ভোটের আগে এই নির্বাচন গুলিকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্র এবং বিরোধী দুই শিবিরই। সম্প্রতি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণা করে বিজেপি (BJP)। আবার অপরদিকে বিরোধীদের প্রার্থী হন প্রাক্তন বিজেপি সাংসদ যশবন্ত সিনহা (Yashwant Sinha)।

   

তবে এ সকলকে ছাপিয়ে গতকাল থেকেই উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নয়া তথ্য সামনে উঠে আসতে দেখা গিয়েছে। গতকাল সকলকে চমক দিয়ে বিজেপির তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar), নাম ঘোষণা করা হয়।

স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন অনেকে আর এবার ধনকড়ের পাল্টা হিসেবে বিরোধী শিবির থেকে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হল।

উল্লেখ্য, কেন্দ্র সরকারের পাল্টা হিসেবে এদিন নিজেদের পদপ্রার্থীর নাম স্থির করার জন্য এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসে ১৭ টি বিজেপি বিরোধী দল। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসকে ডাকা হলেও তাদের কোন প্রতিনিধিকে পাঠানো হয়নি। সূত্রের খবর, একুশে জুলাই ‘শহীদ দিবস’-র পর তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তরফ থেকে এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার অপেক্ষা না করেই এদিন বিরোধীদের পক্ষ থেকে সর্বসম্মত ভাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হলো।

Margaret alva

প্রসঙ্গত, জাতীয় কংগ্রেস দলের হয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন মার্গারেট আলভা। পরবর্তীতে রাজ্যসভায় কংগ্রেস সদস্য এবং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তি ঘটে তাঁর। গোয়ার ‘মেয়ে’ মার্গারেট আলভার রাজনৈতিক যাত্রা বেশ উল্লেখযোগ্য। কংগ্রেস দলের হয়ে একাধিক উত্থান-পতনের সাক্ষী থাকেন ৮০ বছর বয়সী মার্গারেট। পরবর্তীতে গোয়া, গুজরাট, রাজস্থান এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা এবং রাজনৈতিক কেরিয়ারে বিজেপি পদপ্রার্থীর তুলনায় বেশ খানিকটা এগিয়ে তিনি। অবশ্য শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে কে জয়লাভ করেন, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর