বিজেপির বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের গুরুতর অভিযোগ মার্গারেট আলভার! FIR দায়ের করল BSNL

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই দেশে উপরাষ্ট্রপতি (Vice President Election) নির্বাচন আর তার আগে নিজেদের পদপ্রার্থীদের জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে শাসক এবং বিরোধী দুই শিবির। একদিকে কেন্দ্রের পদপ্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) এবং অপরদিকে, বিরোধীরা বৈঠকের মাধ্যমে মার্গারেট আলভার (Margaret Alva) নাম স্থির করেছে।

   

আর এবার বিজেপির (BJP) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বসলেন ‘গোয়ার মেয়ে’ মার্গারেট আলভা। এদিন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ফোন ট্যাপিং-এর গুরুতর অভিযোগ আনলেন তিনি। এমনকি এই প্রসঙ্গে বিএসএনএল (BSNL) এবং এমটিএনএল (MTNL) কোম্পানির কাছে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

এদিন মার্গারেট আলভা টুইট করে জানান, “আমি উপরাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন চাওয়ার জন্য বিজেপি নেতাদের ফোন করেছিলাম। কিন্তু এরপর থেকে ফোন কলগুলি ক্রমশ ডাইভার্ট হতে শুরু করে।” তিনি আরো জানান, “ভোটে সমর্থন করার জন্য বিজেপি নেতাদের আমি ফোন করি। কিন্তু এরপর থেকেই আমার মোবাইল ডাইভার্ট হতে শুরু করে এবং এই মুহূর্তে আমি কোনওরকম কল ডেলিভার কিংবা রিসিভ কিছুই করতে পারছি না।” এরপরেই তিনি বিএসএনএল এবং এমটিএনএল কোম্পানির উদ্দেশ্যে বলেন, “আপনারা এই সমস্যাটি সমাধান করে দিলে আমি প্রতিশ্রুতি দেবো যে, এরপর আর কোনওদিন আমি বিজেপি, তৃণমূল কিংবা বিজেডির কোনও নেতাকেই ফোন করবো না।”

এরপরেই বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, “বর্তমানে ‘নতুন’ ভারতে নেতা নেত্রীদের কথা, দেখা এবং শোনা হচ্ছে। সেই কারণে এখনকার দিনে সকলে একাধিক ফোন ব্যবহার করেন কিংবা নম্বর পরিবর্তন করে চলেন। এমনকি কারো সাথে দেখা হলেও ভয়ের কারণে ধীরে ধীরে কথা বলা হয়।” জানা গিয়েছে, এই অভিযোগের পরেই বিএসএনএল কোম্পানির তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। এমনকি, এ প্রসঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।

তবে সমগ্র ঘটনা প্রসঙ্গে মার্গারেট আলভাকেই পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পদ্মফুল শিবিরের দাবি, “ওনার জয়ের কোনরকম সম্ভাবনা নেই। তাহলে আমরা কেন ফোন ট্যাপ করতে যাব? আসলে উনি হতাশায় ভুগে চলেছেন, সেই কারণে এ সকল মন্তব্য করছেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর